প্রেমিক প্রসঙ্গে যা বললেন তাপসী
বলিউড তারকারা নিজেদের মধ্যে প্রেমে জড়াননি, এমন উদাহরণ হাতে গোনা। পেজ থ্রির পাতায় তাদের প্রেম, বিচ্ছেদ যেন প্রতিদিনের খবর। কেউ না কেউ এমন খবরের শিরোনামে আসেন নিয়মিত। ব্যতিক্রম উদাহরণ হিসেবে সম্প্রতি আলোচনায় আসেন বরুণ দেওয়ান। ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করছেন তিনি।
তাপসী পান্নুর প্রেমের গল্পটাও বলিউডের বাইরে। সেই খবর আগেই দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। তবে সেটি নিয়ে কোনো মন্তব্য করেননি গণমাধ্যমে। অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন তিনি।
বিজ্ঞাপন
অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে প্রেম করছেন তাপসী পান্নু। ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কখনও ব্যক্তিজীবন ও পেশাগত জীবন এক করতে চাইনি। তাই কোনো সহকর্মীর সঙ্গে কখনও প্রেমে জড়াইনি। সবসময় এ বিষয়ে সচেতন ছিলাম।’
প্রেমের সম্পর্ক বিয়েতে রূপ নেওয়া প্রসঙ্গে তাপসী আরও বলেন, ‘বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে আরও সময় লাগবে আমাদের। সংসার শুরুর পর সিনেমার সংখ্যাও কমিয়ে দিব। বছরে হয়তো ৩-৪টি সিনেমায় আমাকে দেখা যাবে।’
বিজ্ঞাপন
গত মাসে প্রেমিক ম্যাথিয়াসের সঙ্গে মালদ্বীপ ভ্রমণে যান তাপসী। সেখান থেকে ফিরে শুরু করেন ‘রশ্মি রকেট’ সিনেমার শুটিং। ২৫ জানুয়ারি এই সিনেমার শুটিং শেষে ‘লুপ লপেটা’-এর শুটিং শুরু করবেন। এরপর অনুরাগ কাশ্যপের সুপারন্যাচারাল থ্রিলার সিনেমায় দেখা যাবে তাকে।
এমআরএম