৬ বছর পর ফিরলেন ‘তুমি আমার ঘুম’ খ্যাত শিল্পী
ভালোবাসা দিবসে নতুন গান প্রকাশ করবেন ‘তুমি আমার ঘুম’ খ্যাত শিল্পী টি ডব্লিউ সৈনিক। দীর্ঘ ৬ বছর পর গানের জগতে ফিরলেন তিনি। ‘ভালোবাসাই হারাই’ শিরোনামের এই গানটি লিখেছেন গীতিকার রেজাউর রহমান রিজভী। সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাজন সাহা।
গানটি প্রসঙ্গে টি ডব্লিউ সৈনিক বলেন, ‘দীর্ঘদিন পর কোন মৌলিক গান গাইলাম। দারুণ রোমান্টিক ও মেলোডিয়াস একটি গান এটি। গানের কথা ও সুর দুটোই বেশ চমৎকার। আশা করি গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে।’
বিজ্ঞাপন
সুরকার ও সঙ্গীত পরিচালক রাজন সাহা বলেন, ‘টি ডব্লিউ সৈনিক ভাই আমার অন্যতম প্রিয় একজন গায়ক। তিনি আমার সুরে গেয়েছেন সেটি আমার জন্য অনেক বড় পাওয়া। আশা করছি শ্রোতারা দীর্ঘদিন পর সৈনিক ভাইয়ের দারুণ একটি গান শুনতে পাবেন।’
প্রসঙ্গত, ইবরার টিপুর সঙ্গীতায়োজনে ২০০৬ সালে টি ডব্লিউ সৈনিকের প্রথম অ্যালবাম ‘তুমি আমার ঘুম’ প্রকাশিত হয়। আর বাপ্পা মজুমদারের কম্পোজিশনে তার দ্বিতীয় ও সর্বশেষ অ্যালবাম ‘ঘুমের পর মেঘ’ প্রকাশিত হয় ২০১৫ সালে। অ্যালবামের যুগের অবসানের পর বর্তমানে প্রায় সব শিল্পীই তাদের গানের সিঙ্গেলস প্রকাশ করেন। সেই হিসেবে এটি টি ডব্লিউ সৈনিকের প্রথম সিঙ্গেলসও বটে।
বিজ্ঞাপন
এমআরএম