এই সময়ের গায়ক, সুরকার ও সংগীত পরিচালক কিশোর দাশ। ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার মাধ্যমে এই অঙ্গনে তার আগমন। সেই প্রতিযোগিতায় কিশোরের জীবনের প্রথম মৌলিক গানটি লিখেছিলেন আসিফ ইকবাল।

এরপর কিশোরের প্রথম একক অ্যালবামেও গান লিখেছেন তিনি। দুজন এবার নিয়ে আসছেন নতুন গান ‘সবটা জুড়ে তুমি’। তবে এবারের কাজটি ভিন্ন, কারণ কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানটির সুরও করেছেন কিশোর।

কিশোর বলেন, ‘গত ছয় মাসে আমরা অনেকগুলো গান করেছি। এর মধ্যে দুজন প্রায় পাঁচটি গান করার পর সেখান থেকে এই গানটি নির্বাচন করি। পরবর্তীতে আসিফ ভাই বললেন যেহেতু তোর সুর করা গান সব তুই সংগীত করিস, ভিন্নতার জন্য এটি আমি সাজিদ সরকারকে দিয়ে সংগীতায়োজন করাতে চাই। আমি নিজেও সাজিদের কাজের ভক্ত, তাই বিনা বাক্যে রাজি হয়ে যাই।’

আসিফ ইকবাল বলেন, ‘আমার মনের মতো একটি গান হয়েছে এটি। এ পর্যন্ত যারা শুনেছেন প্রত্যেকেই প্রশংসা করেছেন। এখন শ্রোতারা কীভাবে গ্রহণ করেন সেটা দেখার অপেক্ষায় আছি।’  

চমৎকার কনসেপ্টে রোমান্টিক এই গানটির ভিডিওটি পরিচালনা করেছেন রোহিত রায়হান সৈকত।। সার্বিক তত্ত্বাবধান করেছেন তানিম রহমান অংশু। ভিডিওটিতে কিশোরের উপস্থিতির পাশাপাশি মডেল হয়েছেন অর্নব অন্তু ও এন্নি মাচ্ছানাইড।

খুব শিগগির গানচিল মিউজিকের ইইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ পাবে। তার আগে বাংলাদেশসহ বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং সাইটগুলোতে গানটির অডিও উন্মুক্ত করা হয়েছে।

আরআইজে