বদহজমের কারণে হাসপাতালে আলিয়া ভাট
দীর্ঘদিন আটকে থাকার পর শুরু হয়েছিল আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ সিনেমার শুটিং। কিন্তু শুটিংয়ের শুরুতেই এল বাধা। বদহজম ও বমির কারণে শুটিং করতে পারছেন না আলিয়া । অসুস্থতার মাত্রা এতটাই বেড়ে যায় যে শুটিং থেকে রোববার (১৭ জানুয়ারি) হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেত্রীকে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত পরিশ্রম আর ফুড পয়জনিংয়ের কারণে এই সমস্যার মুখে পড়েছেন তিনি।
আলিয়ার অসুস্থতায় আরেক ধাপ পিছিয়ে গেল ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’র শুটিং। মহামারি করোনায় পিছিয়ে যায় অনেক সিনেমার শুটিং, ক্ষতিগ্রস্ত হন অনেক প্রযোজক। তবে সেটা বোধহয় সবচেয়ে বেশি টের পেয়েছে আলিয়ার এই সিনেমা। কারণ আট মাস বন্ধ থাকার পর মাত্রই নতুন সেট সাজিয়ে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। এখন নতুন করে অপেক্ষা করতে হবে আলিয়ার সুস্থতার জন্য।
বিজ্ঞাপন
জানা যায়, এই সিনেমায় একটি যৌনপল্লির প্রধানের চরিত্র করছেন মহেশ ভাট কন্যা। বিয়ের পরপরই তার স্বামী তাকে ৫০০ টাকার জন্য বিক্রি করে দেয়। ধীরে ধীরে নতুন জগতে প্রবেশ করে সে। হয়ে ওঠে মাফিয়া।
এই তো কয়েকদিন আগে সঞ্জয় লীলা বনসালি টুইটারে এই সিনেমার ফার্স্টলুক শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘শক্তি, ক্ষমতা, ভয়! এক চেহারায় হাজারো অনুভূতি।’
বিজ্ঞাপন
সেই থেকেই আলিয়াভক্তরা অপেক্ষায় ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’র জন্য। আগামী ১১ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির পাওয়ার কথা। কিন্তু তার আগে এখন বড় চ্যালেঞ্জ এর শুটিং শেষ করা।
আরআইজে