মহাকাশে চোখ রেখে সেই রহস্যে প্রায় হারিয়ে যেতেন সুশান্ত সিং রাজপুত। ইচ্ছে ছিল একদিন চাঁদের মাটিতেও পা পড়বে তাঁর। তাই সেখানে জমিও কিনেছিলেন প্রয়াত এই বলিউড তারকা। টেলিস্কোপে চোখ রেখে নিজের জমির দেখভাল করতেন সবসময়। অথচ ওই দূর আকাশের রহস্যে হারিয়ে গেলেন নিজেই। 

মহাকাশপ্রেমী মানুষটির ৩৫তম জন্মদিন আজ (২১ জানুয়ারি)। বেঁচে থাকলে দিনটি কেটে যেতে অজস্র ভালোবাসায়। ভক্ত অনুরাগী থেকে শুরু করে পরিবার ও বন্ধুরা বেশ আড়ম্বরপূর্ণ আয়োজন করতেন তাকে ঘিরে। 

সুশান্ত সিং রাজপুত

তাই বলে প্রিয় তারকাকে ঘিরে শুভেচ্ছাবার্তা দিতে ভুল হয়নি ভক্তদের। সামাজিক মাধ্যমে সুশান্তকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ভিডিও, ছবি পোস্ট করছেন সকল ভক্তরা। বিশেষ দিনে তার আত্মার শান্তি কামনা করছেন সকলে। 

মৃত্যুর শোক থেকে বেরিয়ে জন্মদিন উদাযাপন করতে বললেন সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি। টুইট করে তিনি লেখেন, ‘সুশান্তের মৃত্যু নিয়ে অনেক শোক হলো। এবার আসুন তার জন্মদিনকে উদযাপন করি। সবাই নাচে গানে পালন করি ২১ জানুয়ারি। আর সেই ভিডিও হ্যাশট্যাগ “সুশান্ত বার্থডে সেলিব্রেশন” লিখে সামাজিক মাধ্যমে পোস্ট করি।’

সুশান্ত সিং রাজপুত

পরিবারের ছোট সন্তান সুশান্ত সিং রাজপুত। সদা হাস্যোজ্জল মানুষটি নিজের মত বাঁচতে চেয়েছিল সবসময়। মুম্বাইয়ের ব্রান্দায় এক ফ্ল্যাট কিনে একা থাকতেন তিনি। নিজের মত করে সাজিয়েছিলেন ঘর। 

জীবন যাপন ও বেঁচে থাকার মানে নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছিলেন সুশান্ত। তিনি বলেন, ‘আমার ইচ্ছার গুরুত্ব আমি সবার আগে দিই। ভুল বা ঠিক যাই হোক সেই দায় আমার। প্রতিদিন দুবার ভুলের জন্য নিজেকে ছাড় দিই। তাই ভুল করতে আমি ভয় পাই না।’

সুশান্ত সিং রাজপুত

নিজের জীবনটাকে কোনো প্রতিযোগিতার দৌড়ে ফেলেননি সুশান্ত। আশেপাশের মানুষের সঙ্গে মিশে জীবন উপভোগ করতে চেয়েছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে এক সাক্ষাৎকারে সুশান্ত বলেন, ‘জীবনের প্রায় অর্ধেক বয়স পাড় করে দিলাম। এতদিন সবকিছুতে আমি ভালো করতে চেয়েছি। পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, ভালো অভিনয় করা, নাচতে পাড়া। এসবে নজর ছিল আমার। কিন্তু এখন মনে হচ্ছে জীবনের সবকিছুতে ভালো করাটা মূল লক্ষ্য নয়। বরং আমি কিসে ভালো সেটা খুঁজে বের করা।’

এমআরএম