ঐন্দ্রিলার অতিথি এবার জনপ্রিয় তারকারা
আবারও রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। “সেফ’স কিচেন” শিরোনামে অনুষ্ঠানটি ২২ জানুয়ারি (শুক্রবার) থেকে প্রচার শুরু হচ্ছে বাংলাভিশনের পর্দায়। এতে প্রতি পর্বে একজন জনপ্রিয় তারকা ও একজন সেফ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘আশা করি ঐন্দ্রিলার উপস্থাপনা সবাই বেশ উপভোগ করবেন। নতুন বছরে বাংলাভিশনকে নতুন করে সাজাতে বিভিন্ন পরিকল্পনা রয়েছে আমাদের। তারই অংশ হিসেবে এই অনুষ্ঠান নির্মাণ। বছরের প্রথমে একটি ধারাবাহিক শুরু হয়েছে। আরও কয়েকটি নাটক ও অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে আমাদের।’
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের তারকা রান্না করবেন তাদের প্রিয় রেসিপি। সেফ রান্না করবেন নতুন নতুন স্পেশাল ও মজার রেসিপি। বিভিন্ন খাবার নিয়ে স্বাস্থ্যসম্মত টিপস ও রান্নার পুষ্টিগুণ জানাবেন সেফ।
নিয়মিত আয়োজন হিসেবে রয়েছে রান্নার টিপস। সুব্রত দে’র প্রযোজনায় রান্না বিষয়ক নতুন অনুষ্ঠান “সেফ’স কিচেন” বাংলাভিশনে প্রচারিত হবে প্রতি সপ্তাহে শুক্রবার সন্ধ্যা ৭টায়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগেও একাধিকবার রান্নার অনুষ্ঠানের উপস্থাপক হয়েছেন তিনি। ২০১৯ সালে নাগরিক টিভির ‘রান্নায় এক্সপাট’ অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। এছাড়াও এসএটিভি ও চ্যানেল আইতেও রান্নার অনুষ্ঠানে দেখা গেছে তাকে।
এমআরএম