অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মুম্বাইয়ে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’র দৃশ্যধারণ শুরু হলো ২১ জানুয়ারি (বৃহস্পতিবার)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল, প্রধান চরিত্র আরিফিন শুভসহ শিল্পী-কুশলীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ উপ-দূতাবাসের দায়িত্বে থাকা ডেপুটি হাইকমিশনার মুহম্মদ লুতফর রহমান।

মুম্বাইয়ের করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া সত্ত্বেও সেখানকার একটি স্টুডিওতে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত অনুষ্ঠিত হয়ে। 

বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। টানা আড়াই মাস মুম্বাইয়ে ছবিটির শুটিং চলবে। এরপর বাকি অংশের শুটিং হবে বাংলাদেশে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।

এ সময়ের মধ্যে শুটিং শেষ করে মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালক শ্যাম বেনেগালের। বাংলাদেশে ও ভারত দুই দেশে মুক্তি দেওয়া হবে এই সিনেমা। 

এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

এছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।

এমআরএম