বলিউডের হিসেবি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার টোল পড়া হাসিতে যেমন মুগ্ধ সবাই। তেমনি অভিনয়ের মুন্সিয়ানা দিয়ে বলিউড থেকে পাড়ি দিয়েছেন হলিউডে। মডেল হয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের। এবার খবর এলো আবারও হলিউডের নতুন সিনেমায় দেখা যাবে তাকে। 

হলিউডের নামী এজেন্সি ‘আইসিএম’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন এই ‘পদ্মাবতী’ তারকা। যেখান থেকে হলিউডের নতুন প্রোডাকশনে দেখা যাবে অভিনয় করবেন তিনি। 

দীপিকা পাড়ুকোন

অনেক বিখ্যাত তারকারা এই এজেন্সিটির সঙ্গে যুক্ত রয়েছেন। হলিউডের টেলিভিশন ও সিনেমার অনেক তারকা ‘আইসিএম’-এর ক্লায়েন্ট। যেই তালিকায় রয়েছেন ইউজিন লেভি, রেজিনা কিং, ও ‘ক্যুইন’ সিরিজ খ্যাত অলিভিয়া কোলম্যান।

২০১৭ সালে ‘এক্স এক্স এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’ সিনেমা দিয়ে হলিউডে অভিষেক দীপিকার। যেখানে ভিন ডিজেলের সঙ্গে জুটি বাঁধেন তিনি। অনেকের ভেবেছিলেন প্রিয়াঙ্কার মত তিনিও হলিউডে থিতু হবেন। কিন্তু এরপর আর দেখা যায়নি দীপিকাকে। তবে আইসিএম-এর হাত ধরে নতুন করে শুরু হতে পারে পথ চলা।

দীপিকা পাড়ুকোন

ভারতের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দীপকা বলেন, ‘ভৌগলিক সীমারেখার নিরীখে সিনেমার মান বিচার আমি করি না। সিনেমাকে নিজের ভাব প্রকাশের মাধ্যম বলে মনে করি। হলিউডে কাজ পাওয়ার জন্য আমি খুব সক্রিয়ভাবে কিছু করছি না। ভারত বা বিশ্বের অন্য কোনও দেশ, কাজ করার জন্য শুধুমাত্র ভাল কন্টেন্ট চাই।

দীপিকা বর্তমানে দুটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছে। এরমধ্যে রয়েছে শকুন বাত্রার ‌‘৮৩’। যেখানে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। অন্যদিকে অনেকদিন পর আবারও শাহরুখের সঙ্গে ‘পাঠান’ সিনেমার শুটিং করছেন এই তারকা। 

এমআরএম