অবসরে বাসায় ভাতিজা-ভাগিনাদের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন সালমান খান। সামাজিক মাধ্যমে সেই ছবি প্রায় প্রকাশ্যে এসেছে। এমনি এ নিয়ে ভাইরালও হয়েছেন সালমান। আবারও এমন শিরোনামে এলেন তিনি।

তবে এবার বাসায় নয়। শুটিং সেটে ভাগিনা আয়াতের সঙ্গে তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে আলোচনায় আসে। যেখানের দেখা যায় আয়াতকে কোলে নিয়ে নাচছেন বলিউডের এই ভাইজান। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন তার বোন অর্পিতা খান শর্মা। 

‘অন্তিম’ শিরোনামে এক সিনেমার শুটিং করছেন সালমান। সেখানে তাকে একজন শিখ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। সিনেমার টিজার প্রকাশ্যে আসার পর থেকেই সালমানকে নিয়ে আলোচনা শুরু হয়। 

কিছুদিন আগে ‘রাধে’ সিনেমার শুটিং শেষ করলেন সালমান। এরপর শুরু করেছেন ‘অন্তিম’-এর শুটিং। সিনেমার পাশাপাশি বর্তমানে বিগ বস ১৪ নিয়ে ব্যস্ত আছেন তিনি। 

‘অন্তিম’ সিনেমার টিজারের দৃশ্য

‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমাটির পরিচালনা করেছেন মহেশ মঞ্জরেকর। সালমান ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আয়ুষ শর্মাকে। ছবিতে এক দিকে শিখ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সলমনকে, অন্য দিকে গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে আয়ুষকে। ২০১৮ সালের মরাঠি ক্রাইম ড্রামা মুলশি পরান-এর রিমেক এই ছবি। গত বছর ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে ‘অন্তিম’-এর ফার্স্ট লুক। 

এমআরএম