বিয়ের উদ্দেশ্যে আলিবাগে বরুণ-নাতাশা
বলিউড তারকাদের বিয়ে মানে বিশাল আয়োজন। বিভিন্ন ঝামেলা এড়াতে দেশের বাইরে বিয়ের স্থান বেছে নেন তারা। সেই জায়গা থেকে ব্যতিক্রম বরুণ দেওয়ান। বিয়ের জন্য নিজের রাজ্যকে বেছে নিয়েছেন তিনি। ২৪ জানুয়ারি (রবিবার) প্রেমিকার নাতাশা দালালকে বিয়ে করছেন এই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা।
মহারাষ্ট্রের আলিবাগে বসছে বরুণ ও নাতাশার বিয়ের আসর। দুই পরিবারের থাকার জন্য সেখানে তিনটি ভিলা ভাড়া করা হয়েছে। দ্য পাম কোর্ট, দ্য কোভ রুম ও দ্য স্কাই ডেক রুম ভিলায় থাকবেন তারা।
বিজ্ঞাপন
এই মুহূর্তে চলছে বিয়ের শেষ প্রস্তুতি। ভারতের এক গণমাধ্যমের বরাতে জানা যায় বিয়ের একদিন আগে নাতাশার বাড়ি যাবে বরুণের পরিবার। সেখান থেকে শুরু হবে বিয়ের রীতিনীতি। যার মধ্যে বিশেষ রীতি হল চুন্নি চন্দনা। এখানে পাত্রপক্ষ মেয়ের বাড়ি বিভিন্ন গয়না, উপহার ও মিষ্টি নিয়ে যান। এছাড়া সঙ্গে থাকে একটি লাল ওড়না। যা মেয়ের মাথায় পরিয়ে দেবেন হবু শাশুড়ি।
বরুণের পরিবারের তরফে আত্মীয় ও পরিচিতদের নিমন্ত্রণপত্র পাঠানো হয়ে গেছে। তারা একে একে উপস্থিত হতে শুরু করেছেন বিয়ের স্থানে। শুধু তাই নয়, বিয়েতে উপস্থিত থাকবেন বলিউডের নামজাদা তারকারা। যাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান ও সালমান খান, করণ জোহর, শিল্পা শেঠি, রেমো ডি'সুজা, শশাঙ্ক খৈতান, বাসু ভগনানিসহ অনেকে।
বিজ্ঞাপন
বছরের শুরুতেই শোনা যাচ্ছিল চলতি মাসে বিয়ে করবেন বরুণ। কিন্তু তারিখ চূড়ান্ত ছিল না। বিয়ের তারিখ ও স্থান নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে সাতপাঁকে বাঁধা পড়ছেন বরুণ-নাতাশা।
প্রসঙ্গত, ষষ্ঠ শ্রেণি থেকে বরুণ-নাতাশার বন্ধুত্ব শুরু। সেখান থেকে প্রেম হওয়া অতটা সহজ ছিল না। একাধিকবার বরুণকে ফিরিয়ে দিয়েছিলেন নাতাশা। শেষ পর্যন্ত মন গলে তার। নানা চড়াই উতরাই পার করে চার হাত এক হতে যাচ্ছে তাদের।
এমআরএম