বিজয় দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘জননীর চোখ’। এর মূল চরিত্রের অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বাংলাভিশনে প্রচারিত হবে ১৬ ডিসেম্বর রাত ৯টা ০৫মিনিটে। নাটকটির গল্প লেখেছেন সৈয়দ ইকবাল। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শাহেদ আলী সুজন, নুসরাত জান্নাত রুহী, হাসনাত রিপন প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, স্বাধীনতার মাস উপলক্ষে বিদেশ থেকে আসেন দুজন প্রবাসী বাঙালী। ‘জননীর চোখ’ নামে একটি অনলাইন ব্লগ করতে বাংলাদেশে আসেন তারা। তাদের কাজ স্বাধীনতার সময়কার সব সাধারণ নারীদের জীবনের গল্পগুলো তুলে ধরা। 

বাংলাদেশে এসেই তারা এখানকার একটি প্রতিষ্ঠানের সহযোগিতার মাধ্যমে এই ব্লগটি শুরু করে। শহর থেকে গ্রাম সব জায়গায় তারা সেইসব নারীদের খুজে বেড়াচ্ছে। এভাবে এক সময় একটি কলোনীতে গিয়ে তারা হাজির হয়। 

‘জননীর চোখ’ নাটকের দৃশ্যে তিশা

তারা জানতে পারে এখানে শুভ্রা এবং নোভা নামের দুই বৃদ্ধা আছেন যাদের জীবনের গল্প খুবই কষ্টের। সম্পর্কে তারা চাচাতো বোন। তারা শুভ্রা ও নোভার কাছে যায় তাদের গল্প শোনার জন্য। 

কিন্তু শুভ্রা কিছুতেই ১৯৭১ সালের তাদের জীবনের গল্প বলতে রাজি হয় না। অনেক বলার পর অবশেষে তারা নোভাকে রাজি করায়। নোভা শুভ্রাকে বোঝায় যে এই সাক্ষাৎকার দিলে হয়তো তাদের হারিয়ে যাওয়া আপনজনদের খুজে পাবে। 

এরপর শুভ্রা রাজি হয় এবং ক্যামেরার সামনে তাদের কষ্টের গল্প বলতে থাকে। ‘জননীর চোখ’ নাটক এগিয়ে যায় তাদের গল্পের মাধ্যমে।

এমআরএম