জেমস বন্ড সিরিজের নতুন সিক্যুয়াল ‘নো টাইন টু ডাই’। গত বছর থেকে সিনেমাটির অপেক্ষায় আছেন দর্শকরা। কিন্তু অপেক্ষা যেনো শেষ হচ্ছে না। এবছরের শুরুর দিকে মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু মুক্তির দ্বারপ্রান্ত এসে আবারও সরে গেল। পর্দায় ২৫তম বন্ডকে দেখতে আরও ৯ মাস অপেক্ষা করতে হবে দর্শকদের। 

৮ অক্টোবর মুক্তি পাবে ‘নো টাইন টু ডাই’। করোনা কারণে হলিউডের অনেকগুলো সিনেমাকে বড় অংকের লোকসান গুনতে হয়েছে। এখনও করোনার প্রভাব যায়নি বিশ্ব থেকে। তাই দর্শকরা হলমুখি হওয়াতে পিছিয়ে আছেন। এমন সময় ২৫০ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা মুক্তি দিতে নারাজ সংশ্লিষ্টরা। জেমস বন্ড অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এমনটা জানানো হয়। 

 

পরিচালক ক্যারি জোজো ফুকুনাগা ও ড্যানিয়েল ক্রেগ

‘নো টাইম টু ডাই’ পরিচালনা করেছেন। তার বিখ্যাত সিনেমাগুলো মধ্যে রয়েছে ‘বিস্টস অব নো নেশন’ ও ‘ট্রু ডিটেকটিভ’। সিরিজের এই সিনেমাতে শেষবার দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। তাই ড্যানিয়েল ভক্তদের আগ্রহটা একটু বেশিই। এতে খল নায়ক চরিত্রে রয়েছেন অস্কারজয়ী অভিনেতা রামি মালিক। 

‘নো টাইম টু ডাই’-এর পোস্টার

ছয় বছর পর মুক্তি পাচ্ছে জেমস বন্ড সিরিজের নতুন সিক্যুয়াল। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই সিরিজের ‘স্পেক্টার’ সিনেমাটি। যা বিশ্বব্যাপী আয় করে ৮৮ কোটি মার্কিন ডলার। এর আগে ২০১২ সালের ‘স্কাইফল’ প্রায় শত কোটি মার্কিন ডলারে বেশি ব্যবসা করেছিল।

এমআরএম