২০২১ সালে ওয়েব সিরিজে ভরপুর ‘হইচই’
মহামারি করোনায় ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা বেড়েছে কয়েক গুণ। এরমধ্যে বেড়েছে ওয়েব সিরিজের দর্শক। ইংলিশ ও হিন্দির সঙ্গে পাল্লা দিয়ে নির্মিত হচ্ছে বাংলা ওয়েব সিরিজও। সেই ধারাবাহিকতায় চলতি বছর ‘হইচই’ নিয়ে আসছে তাদের সব হিট সিরিজের সিক্যুয়াল। শুধু তাই নয়, সঙ্গে থাকছে বেশ কয়েকটি নতুন সিরিজও। জেনে নেওয়া যাক সেই তালিকার কয়েকটি নাম
রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি
সৃজিত মুখার্জির প্রথম ওয়েব সিরিজ। বাংলাদেশের লেখক নাজিম উদ্দিনের আলোচিত উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ অবলম্বনে নির্মিত এটি। অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এছাড়াও রয়েছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।
বিজ্ঞাপন
হ্যালো ৩
এখন পর্যন্ত ‘হইচই’-এর শীর্ষ জনপ্রিয় ওয়েব সিরিজ এটি। এর আগে সিজন ২ পর্যন্ত মুক্তি পেয়েছে। ২২ জানুয়ারি মুক্তি পায় সিরিজের ৩ নম্বর কিস্তি। যেখানে অন্যান্য সিজনের মতই মুখ্য চরিত্রে দেখা গেছে রাইমা সেন ও প্রিয়াঙ্কা সরকারকে। এছাড়াও রয়েছেন জয় সেনগুপ্ত। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিরিজের শেষ সিজন মুক্তি পাবে ২৯ জানুয়ারি।
দুজনে
বড় পর্দার জনপ্রিয় জুটি সোহম ও শ্রাবন্তী। এবার তাঁরা জুটি বেঁধেছেন ‘দুজনে’ শিরোনামে ওয়েব সিরিজে। স্বমী-স্ত্রী ভূমিকায় দেখা যাবে তাদের। গল্পে দেখা যায় এক ফাঁদে জড়িয়ে পড়েন দুজনে। কীভাবে সেই ফাঁদ থেকে নিজেদের মুক্ত করবেন সেটিই দেখার অপেক্ষা। পরিচালনায় মিতালি ভট্টাচার্য।
বিজ্ঞাপন
দেবদাস একটি খুনের গল্প
থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। একটি খুনকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্প। মুখ্য ভূমিকায় থাকছেন রাইমা সেন, মধুমিতা সরকার ও অর্জুন চক্রবর্তী।
ভালো থাকিস বাবা
কলকাতার পাশাপাশি বাংলাদেশের ওয়েব সিরিজগুলোও এখন মুক্তি পাচ্ছে ‘হইচই’ প্লাটফর্মে। সেই ধারাবাহিকতায় এবার দেখা যাবে মিজানুর রহমান আরিয়ানের ‘ভালো থাকিস বাবা’। ওয়েব সিরিজটির গল্প গড়ে উঠেছে বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে।
গোরা
একজন গোয়েন্দার গল্প নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজ। এটি প্রযোজনা করেছেন সাহানা দত্ত। গোয়েন্দা ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।
মোহমায়া
মলেশ্বর মুখোপাধ্যায়েরও ‘হইচই’ এ প্রথম ওয়েব সিরিজ ‘মোহমায়া’। অন্যরকম এক রহস্যের গল্পে নির্মিত এটি। সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। একজন মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এছাড়াও রয়েছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়।
সেই যে হলুদ পাখি ২
মিউজিক্যাল থিলার সিরিজ ‘সেই যে হলুদ পাখি’। যেখানে দেখা যাবে গানে গানে মেয়েকে খুঁজছেন এক বাবা। এটি পরিচালনা করেছেন অনির্বাণ মল্লিক। অভিনয় করেছেন শ্বাশ্বত চ্যাটার্জি, তৃধা চৌধুরী, গৌরব চ্যাটার্জি প্রমুখ।
মানি হানি ২
প্রথম সিজনের জনপ্রিয়তার পর এবার আসছে ‘মানি হানি’র দ্বিতীয় কিস্তি। ঢাকায় ঘটে যাওয়া একটি ব্যাংক ডাকাতির কাহিনী থেকেই তৈরি হয়েছিল ওয়েব সিরিজটি। দর্শকও বেশ পছন্দ করেছিল। তাই আবারও আসছে এরই সিজন ২। তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় সিজন এতে থাকছে নানান চমক।
মেকআপ স্টোরি
শহুরে প্রেম-ভালোবাসা, বিচ্ছেদের গল্প নিয়েই এই ওয়েব সিরিজ। আগের দুটো সিজন বেশ জনপ্রিয় হয়েছিল। এটি পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক। অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সৌরভ দাস প্রমুখ।
ঠাকুমার ঝুলি
‘হইচই’-এর আসছে ছোটদের ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’। নানান মজাদার গল্প নিয়ে তৈরি হবে এই সিরিজ। এটি পরিচালনা করবেন পরিচালক কিউ।
এমআরএম/আরআইজে