‘ডাকঘর’ প্রযোজনার দৃশ্য, ছবি : সংগৃহীত

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশটির স্বনামখ্যাত নাট্যসংগঠন ‘বাক্সা ব্রাত্য নাট্যজন’-এর আয়োজনে চলছে দশদিনব্যাপী 'অন্তরঙ্গ নাট্যমলো ২০২১'। এর নানা আয়োজনের অন্যতম 'ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল' পর্বে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে স্বপ্নদলের দর্শকনিন্দত প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডাকঘর'।

উৎসবে তিনদিনব্যাপী ভার্চুয়াল পর্বের শেষদিনে ২৬ জানুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘বাক্সা ব্রাত্য নাট্যজন’-এর ইউটিউব চ্যানেল থেকে প্রদর্শিত হবে 'ডাকঘর'। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

‘ডাকঘর’ প্রযোজনার দৃশ্য, ছবি : সংগৃহীত 

‘ডাকঘর’ মূলত জীবাত্মা ও পরমাত্মার মিলনের নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় সমস্ত কবিতা, গীতি, গল্প, প্রবন্ধ, উপন্যাস বা নাটকের মতোই ‘ডাকঘর’-এও মুক্তির কথা বলা হয়েছে। বালক অমলের অসুস্থতা ও তার বন্ধনমুক্ত স্বপ্নের জগতের আকাঙ্খা, রাজার চিঠির জন্যে প্রতীক্ষা এবং পরিশেষে রাজপ্রতিনিধি রাজকবিরাজের আগমনে পার্থিব সর্ববন্ধন থেকে মুক্তিই ‘ডাকঘর’ নাটকের উপজীব্য।

'ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল' পর্বে বাংলাদেশের ‘ডাকঘর’ ছাড়াও ফ্রান্স এবং নেপালের নাট্যপ্রযোজনা প্রদর্শিত হবে।

প্রসঙ্গত, মহামারি করোনাকালে ‘হোম কোয়ারেনটাইন’-এর ধ্রপদী উদাহরণ ‘ডাকঘর’ দর্শক চেতনায় এক নতুন ব্যঞ্জনা তৈরি করবে বলে প্রত্যাশা নাটকটির সঙ্গে সংশ্লিষ্টদের।

আরআইজে