গণসংযোগে হিরো আলম

ফেনী পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মনোনীত মেয়র প্রার্থী তরিকুল ইসলাম তারেকের জন্য ভোট চেয়ে চেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তারেকের সিংহ প্রতীকে ভোট দেওয়ার জন্য গণসংযোগ করেছেন এ অভিনেতা।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে প্রচারণা শুরু করেন তিনি। ট্রাংকরোড়, ফেনী প্রেস ক্লাব, বড় মসজিদের সামনে দিয়ে ফেনী বড় বাজার, ইসলামপুর রোড় হয়ে ফায়ার সার্ভিসের সামনে দিয়ে ঘুরে সমবায় সুপার মার্কেটে এসে শেষ হয় তার গণসংযোগ।

বুকে সিংহের ছবি সম্বলিত টি-শার্টের ওপর রঙ চটা লাল ব্লেজারের সঙ্গে লাল প্যান্ট ও সাদা জুতা পরে লিফলেট বিতরণ করেন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া স্বঘোষিত হিরো আলম। গণসংযোগে আলমকে দেখার জন্য, তার সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় করে অনেকে।

গণসংযোগে হিরো আলম 

ট্রাংক রোড় শহীদ মিনারের সামনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্য হিরো আলম বলেন, আমি বগুড়া-৪ আসন থেকে সিংহ প্রতীকে ভোট করেছি। আমার ভাই তারিকুল ইসলামও সিংহ প্রতীকে ফেনীতে মেয়র নির্বাচন করছে। আমি ফেনীতে ঘুরে দেখেছি এখানকার মানুষ খুব সুশৃঙ্খলভাবে চলাফেরা করেন। তাই আমি আশা করি আপনারা একটা সুষ্ঠ নির্বাচন উপহার দেবেন। সুষ্ঠ নির্বাচন হলে তারেক ভাই অবশ্যই জয়ী হবেন। আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে সাহস রেখে সিংহ মার্কায় সিল মারবেন। আমরা একটা সুষ্ঠ নির্বাচন দেখতে চাই। 

প্রচারণা শেষে মেয়র প্রার্থী তারেক বলেন, হিরো আলম এসে যেমন আজকে চমক দেখিয়েছেন সুষ্ঠ নির্বাচন হলে ফেনীবাসীও ৩০ জানুয়ারি আরো একটি চমক দেখবেন। জনগণ আমাদের সর্মথন করে, বিজয় আমাদের সন্নিকটে।

আরআইজে