১৭ বছর পর গায়ক থেকে সুরকার সন্দীপন
লোক গানের জনপ্রিয় সংগীতশিল্পী সন্দীপন। অডিও ক্যাসেটের আমলে ২০০৪ সালে ‘সোনাবন্ধু’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে তার অভিষেক। এরপর গত ১৭ বছর ধরে সংগীতের বিভিন্ন মাধ্যমে সুনামের সঙ্গে গান করে যাচ্ছেন তিনি। নিয়মিত গানে কণ্ঠ দিলেও কখনো কোনো গানে সুর দেননি।
গায়ক হিসেবে দীর্ঘ সময় পাড়ি দিয়ে এবার সুরকার হিসেব আত্মপ্রকাশ করেছেন সন্দীপন। শনিবার (৩০ অক্টোবর) স্টুডিও প্রোটিউনবিডি থেকে উন্মুক্ত হয়েছে এই শিল্পীর সুর করা প্রথম গান ‘তুই মা কালী কালো বলে’। এটি মূলত শ্যামা সংগীত। প্রসেনজিৎ ওঝার লেখা গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়।
বিজ্ঞাপন
প্রথম সুর করা প্রসঙ্গে সন্দীপন ঢাকা পোস্টকে বলেন, ‘অনেক বছর ধরে গান গাইছি। তবে কখনো সুর নিয়ে সেভাবে চিন্তা করিনি। এবার দীপাবলি উপলক্ষ্যে গীতিকার প্রসেনজিৎ ওঝা গানটি লিখে আমাকে দিয়ে সুর করতে বলেন। করার পর পছন্দ করেন। আমারও ভালো লাগে। এটা আমার জন্য নতুন একটা অনুভূতি। সবার প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি।’
তিনি আরও বলেন, এখন থেকে সময়-সুযোগ বুঝে নিয়মিত সুর করার ইচ্ছা আছে আমার। আরও ৩-৪টি গানের সুর করেছি। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে এগুলো পর্যায়ক্রমে প্রকাশিত হবে।’
বিজ্ঞাপন
সন্দীপনের একক অ্যালবামগুলো হলো-‘সোনাবন্ধু’(২০০৪), ‘সোনার মেডেল’ (২০০৫), ‘ট্রিবিউট টু এসডি বর্মণ অ্যান্ড আরডি বর্মণ’ (২০০৬), ‘আয় প্রাণের উৎসবে’ (২০০৮), ‘চান মুখে মধুর হাসি’ (২০১০) ‘ভাবের ঘরে’ (২০১১), ‘পরবাসী’ ও ‘আয় প্রাণের উৎসবে’ (২০১৪), ‘সোনাযাদু’ ও ‘জয় মা দুর্গা’ (২০১৬) এবং ‘পাহাড়ী সুন্দরী’ (২০১৯)।
আরআইজে