শাকিব খান ও নোমান রবিন, ছবি : সংগৃহীত

২৪ জানুয়ারি রাতে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে একটি অভিযোগ আনেন নির্মাতা নোমান রবিন। ফেসবুকে প্রকাশ করা সেই অভিযোগে নোমান রবিন বলেন, ‘নায়ক শাকিব খানের বিরুদ্ধে আমি ও আমার স্ত্রীর সিরিয়াস অভিযোগ আছে। এই স্টাটাস লেখার ২৪ ঘণ্টার মধ্যে যদি তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তাহলে আমরা তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।’

নোমান রবিন আরও জানিয়েছিলেন, তাদের বাসা নিকেতন, ফ্লেমিংগো টাওয়ার, ৭ম তলায়। দক্ষিণ দিকের অ্যাপার্টমেন্ট। পাশের বাসা শাকিব খানের নির্মাণাধীন ৯ তলা। ৯ তলার ৭ তলা, যা আমাদের অ্যাপার্টমেন্ট বরাবর। সেখানে পানি জমে থাকে। শ্রমিকরা এই তলাকেই টয়লেট হিসেবে ব্যবহার করে থাকে। ফলে বুঝতেই পারছেন কি লেভেলের নোংরা হয়ে থাকে। সেখানে মশার চাষ হচ্ছে। প্রচুর মানে প্রচুর মশা প্রতিদিন আমাদের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। কিছুতেই থামানো যাচ্ছে না। পরিস্থিতি এভাবে আর চলতে দেওয়া যায় না। যার বাসা তার দায়িত্ব। সুতরাং, জনাব শাকিব খান নাম্বার ওয়ান আশা করি আপনি তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবেন।’

অভিযোগের পরপরই ঢালিউড কিং শাকিব খান বিষয়টি সমাধান করে দিয়েছেন বলে জানিয়েছেন নোমান রবিন।

এ প্রসঙ্গে সোমবার (২৫ জানুয়ারি) বিকালে ফেসবুকে নোমান রবিন লেখেন, ‘আমি হিরো শাকিব খানের বিরুদ্ধে আনিত অভিযোগ তুলে নিলাম। পুরো ৭ম ফ্লোর পরিষ্কার। যদিও বারি ফ্লোরের কথা জানি না। আমার বিশ্বাস সেগুলোও তিনি একইভাবে পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন।’

এ সময় তিনি বিষয়টি সুরাহার ক্ষেত্রে ভূমিকা রাখায় ‘ফেসবুক’কেও ধন্যবাদ দেন।

আরআইজে