৭৫-এ এসে বাকের ভাইয়ের প্রথম জন্মোৎসব!
নাম তার আসাদুজ্জামান নূর। তবে নাটকপ্রেমী দর্শকদের কাছে এখনো তিনি বাকের ভাই। সেই ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই। বর্ণিল ক্যারিয়ারে বহু নন্দিত নাটক ও সিনেমায় অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। আকাশচুম্বী জনপ্রিয়তার সঙ্গে অর্জন করেছেন অনেক পুরস্কার ও সম্মাননা।
আজ এই কিংবদন্তি অভিনেতার জন্মদিন। ১৯৪৬ সালের ৩১ অক্টোবর ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি। আজ ৭৫-এ পা দিলেন আসাদুজ্জামান নূর।
বিজ্ঞাপন
বিশেষ এই দিনে উৎসবের আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। ‘আসাদুজ্জামান নূর জয়ন্তী উদযাপন কমিটি’র উদ্যোগে এই উৎসব হচ্ছে। যেখানে অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
রোববার (৩১ অক্টোবর) বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে ‘তোমারই হোক জয়’ শীর্ষক এই জন্মোৎসব। অতীতে কখনো এই ধরণের আয়োজন হয়নি আসাদুজ্জামানকে ঘিরে। অবশ্য তিনি নিজেও জন্মদিন সংক্রান্ত আয়োজন এড়িয়ে চলতেন।
বিজ্ঞাপন
এই আয়োজন সম্পর্কে আসাদুজ্জামান নূর গণমাধ্যমকে বলেন, ‘আমি তো এতোদিন এসব এড়িয়ে গেছি। এবার আর এড়াতে পারলাম না। যদিও নিজে কিছু করছি না। আহকাম উল্লাহ সবাইকে নিয়ে একটা কমিটি করেছে। গোলাম কুদ্দুছ আছে, অনুপম সেন সভাপতি। ওরাই সব আয়োজন করছে। আমাকে শুধু হাজির হতে বলা হয়েছে। আর কিছু জানি না। আরও অনেকেই চেষ্টা করেছে। আমি আর কোনোটায় রাজি হইনি। বলেছি সবাই মিলে এই একটা আয়োজনই করবো। পঁচাত্তর বছর বেঁচে থাকাও তো একটা বিশাল ব্যাপার। কোনোবারই উদযাপন করি না, এবারই একটু রাজি হলাম।’
উল্লেখ্য, আসাদুজ্জামান নূর বেড়ে উঠেছেন বাংলাদেশের নীলফামারীতে। ছাত্রাবস্থায় তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। সশরীরে অংশ নিয়েছেন মহান মুক্তিযুদ্ধেও। এছাড়া স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি।
রাজনীতির পাশাপাশি থিয়েটার ও আবৃত্তি চর্চায় যুক্ত হন আসাদুজ্জামান নূর। এরপর নাম লেখান টিভি নাটক ও সিনেমায়। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’, ‘সবুজ ছায়া’, ‘নক্ষত্রের রাত’ ইত্যাদি।
এছাড়া তিনি বেশ কিছু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। যেমন; ‘দহন’, ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমণি’, ‘চন্দ্রকথা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘ঘেটুপুত্র কমলা’।
আসাদুজ্জামান নূর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ পেয়েছেন ২০১৮ সালে।
বর্তমানে তিনি নীলফামারী-২ আসনের সংসদ সদস্য। এছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
কেআই