সুস্মিতার পরিবারে নতুন সদস্য
ভাই রাজীবের সঙ্গে সুস্মিতা (বামে), সুস্মিতা (ডান)
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেনের পরিবারে এলো নতুন অতিথি। সোমবার (১ নভেম্বর) নিজেই সামাজিক মাধ্যমে এ সুখবর জানিয়েছেন তিনি।
ফুপি হয়েছেন এই বিশ্বসুন্দরী। ভাই রাজীব সেন এবং ভাইয়ের স্ত্রী চারু আসোপার প্রথম সন্তানের জন্মে আনন্দে আত্মহারা সুস্মিতা লিখেছেন, ‘দীপাবলির আগে লক্ষ্মী এলো ঘরে। আজ সকালে পিসি হয়েছি আমি।’
বিজ্ঞাপন
সামাজিক মাধ্যমে সুস্মিতা যে ছবি শেয়ার করেছেন সেখানে তাঁর পরনে ঘন নীল স্বাস্থ্যকর্মীর পোশাক। দুচোখ বন্ধ। দুই হাতের আঙুলে ভালোবাসার চিহ্ন।
বিজ্ঞাপন
এই বিশ্বসুন্দরী ছবির সঙ্গে লিখেছেন, চারু এবং রাজীবকে অভিনন্দন। আজ সকালে আমি পিসি হয়েছি!
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, মেয়ে হয়েছে। সদ্যোজাতর ছবি দেওয়া বারণ, তাই নিজের ছবি-ই দিলাম।
তবে ইনস্টাগ্রামে সদ্যোজাতের ছবি দিয়েছেন বাবা রাজীব নিজেই। রাজীব জানিয়েছেন, সুস্থ আছেন চারু। ভালো আছে সদ্যোজাতও।
এইচকে