পারশা-রাহীর কণ্ঠে ‘অন্ধ-বিশ্বাস’
পারশা মাহজাবীন পূর্ণি সামাজিক মাধ্যমে বেশ পরিচিত নাম। কাঁধে, মাথায়, হাতে পাখি নিয়ে গান ও নান্দনিক পরিবেশনা দিয়ে সবাইকে মুগ্ধ করে থাকেন তিনি। মূলত ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে চারিদিকে ছড়াতে থাকে পারশার এসব পরিবেশনা।
এর আগে তরুণ গায়ক আজাদ রাহীর সঙ্গে ‘দুজন হেরে যাই’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন পারশা। তাহসান খান ও তানজিন তিশা অভিনীত নাটক 'লাইট ক্যামেরা অ্যাকশন’-এ এটি ব্যবহৃত হয়। ভালো সাড়াও মেলে।
বিজ্ঞাপন
এবার আজাদ রাহীর সঙ্গে নতুন গান নিয়ে এসেছেন পারশা। দুজনের নতুন গানটির শিরোনাম 'অন্ধ-বিশ্বাস'। ৩ নভেম্বর পারশার ইউটিউব চ্যানেলে লিরিক ভিডিও আকারে এটি উন্মুক্ত করা হয়েছে। গানটির কথা লিখেছেন আজাদ রাহী। সুর ও সংগীতায়োজনে তারই ভাই আভরাল সাহির।
গানটি প্রসঙ্গে পারশা বলেন, ‘আমাদের আগের গানটির মতো এটিও খুব ভালো কাজ হয়েছে। আমরা দুজনই সর্বোচ্চটা দিয়ে গানটা গেয়েছি। আশা করি সবাই পছন্দ করবেন।’
বিজ্ঞাপন
আজাদ রাহীর ভাষ্য, ‘আমাদের দুজনের গায়কী মাথায় রেখেই গানটি করা হয়েছে। এতে আলাদা ভালোলাগা খুঁজে পাবেন শ্রোতারা।’
পারশার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্পটিফাই, ডিজার, অ্যামাজন মিউজিক, অ্যাপেল মিউজিকসহ আরও কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে শোনা যাবে 'অন্ধবিশ্বাস'।
আরআইজে