বিজ্ঞাপনচিত্রে বাঁধন, ছবি : সংগৃহীত

নতুন একটি বিজ্ঞাপনচিত্রে হাজির হয়েছেন আলোচিত লাক্স তারকা আজমেরী হক বাঁধন। জন্ম নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে অভিনেত্রীর করা বিজ্ঞাপনচিত্রটি সামজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে সোমবার (২৫ জানুয়ারি)।

এটি মূলত জন্ম নিয়ন্ত্রণ রোধে এসএমসি এন্টারপ্রাইজের পণ্য ফেমিকনের বিজ্ঞাপনচিত্র। নির্মাণ করেছেন পিপলু আর খান। যিনি কিনা ২০১৮ সালে ঐতিহাসিক প্রামান্যচিত্র ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ নির্মাণ করে খ্যাতি অর্জন করেন।

বিজ্ঞাপনচিত্রে বাঁধন, ছবি : সংগৃহীত 

৫১ সেকেন্ডের বিজ্ঞাপনচিত্রে দেখা যায় কখনো বান্দরবানের সবুজ রাস্তায়, কখনো নির্জন স্থানে কখনো বা জলের মধ্যে আপন মনে ঘুরে বেড়াচ্ছেন উৎফুল্ল বাঁধন। ব্যাকগ্রাউন্ডে বেজে উঠছে গান-‘মনের ভেতর চির সবুজ তাই মেলে ধরি খুশি/যত জীবনে আমার সবকিছু মানায়/শরীরে মনে ভালো আছি ফেমিকনের ছোঁয়ায়।’

বাঁধন জানান, এই বিজ্ঞাপনচিত্রের স্ক্রিপ্টটি ব্যাক্তিগতভাবে তাঁকে বেশ নাড়া দিয়েছে। পুরো কাজটি তিনি খুব উপভোগ করেছেন।

বিজ্ঞাপনচিত্রে বাঁধন, ছবি : সংগৃহীত 

তাঁর ভাষ্য, নির্মাতা হিসেবে পিপলু ভাই কেমন তা সবারই জানা। তিনি নিজের কাজটি ভালো করেই বোঝেন পাশাপাশি টিম থেকেও আদায় করে নিতে জানেন। তাঁর কাজ দুর্দান্ত। প্রকাশ্যে আসার পর থেকেই বাঁধনভক্তরা কাজটির জন্য তাঁর প্রশংসা করছে।

বাঁধন সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে অভিনয় করেছেন।

বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই। এতে মুশকান জুবেরীর চরিত্রে দেখা যাবে বাঁধনকে।

আরআইজে