‘গহনা’ নিয়ে আসছেন জোভান-ফারিন
‘গহনা’ নাটকের দৃশ্যে জোভান ও ফারিন
‘গহনা’ শিরোনামে নতুন একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জোভান ও ফারিন। আরিফুল ইসলাম স্বপনের গল্প এবং অপূর্ণ রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হুমায়ুন রশিদ সম্রাট।
পছন্দের গহনা, সংকট, সম্ভাবনা, পরিবার ও ভালোবাসার টানাপোড়েনের গল্পে উঠেছে এই নাটকে। এতে জোভান-ফারিন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, জাকির হোসেন রাসেল, আফরোজা শশী, তৃণা, তিতলী পাপিয়া, হ্যাপি, আরাবী প্রমুখ।
বিজ্ঞাপন
নাটকটির নির্বাহী প্রযোজক শাহেদ চৌধুরী। এইচ এম জামানের সিনেমাটোগ্রাফিতে এর সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন রমজান আলী। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে নাটকটি। একই দিনে রাত ৯ টায় এটি অবমুক্ত হবে সরকার মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
বেশ কিছুদিন ধরেই একের পর এক কনটেন্ট প্রকাশ করে যাচ্ছে সরকার মিডিয়া। সেই ধারাবাহিকতায় এবার তারা নিয়ে আসছে ‘গহনা’।
বিজ্ঞাপন
আরআইজে