উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ (১৭ নভেম্বর)। দিনটি ঘরোয়াভাবেই পালন করছেন এই গায়িকা। নিকট আত্মীয়স্বজনরা বাসায় গিয়ে, ফোনে কিংবা মেসেজে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। এছাড়া সামাজিক মাধ্যমে সংগীতসহ বিভিন্ন অঙ্গনের ভক্ত-শুভাকাঙক্ষীরাও শুভেচ্ছায় ভাসাচ্ছেন প্রিয় তারকাকে।

এদিকে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে রুনা লায়লা জানিয়েছেন আজ জম্মদিন শেষে আগামীকালই (১৮ নভেম্বর) লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। মূলত সেখানে বসবাসরত কন্যা তানি লায়লা এবং দুই নাতি জাইন ও অ্যারনের সঙ্গে সময় কাটাতেই তার এই ট্যুর।

রুনা লায়লা আরও জানান, এবারের ট্যুরে মোট এক মাস লন্ডনে থাকবেন তিনি। এই সময় সেখানে কোনো শোতে অংশ নেবেন কিনা জানতে চাইলে গায়িকা বলেন, ‘না। একদম বেড়ানোর জন্যই আমি সেখানে যাচ্ছি।’

সর্বশেষ রুনা লন্ডনে গেছেন ২০২০ সালের শুরুতে। এরপর করোনার কারণে ঘরবন্দি হয়ে যান গায়িকা। শুরুর দিকে কোথাও বের হতেন না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার মেয়ে এবং নাতিদের মুখ দেখতে লন্ডনে উড়াল দিচ্ছেন তিনি।

উল্লেখ্য, ১৯৫২ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন রুনা লায়লা। মাত্র ১১ বছর বয়সে তিনি প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার কণ্ঠে বহু গান কালজয়ী হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ‘গানেরই খাতায় স্বরলিপি’, ‘এই বৃষ্টি ভেজা রাতে’, ‘যখন থামবে কোলাহল’, ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, ‘সাধের লাউ বানাইলো মোরে রৈবাগী’, ‘প্রতিদিন তোমায় দেখি’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম’, ‘জীবনও আঁধারে পেয়েছি তোমারে’, ‘পান খাইয়া ঠোঁট করিলাম’ ও ‘বাড়ির মানুষ কয় আমায়’, ‘আমায় গেঁথে দাও না মাগো’ প্রভৃতি।

আরআইজে/কেআই