প্রথম সন্তান তৈমুরের সঙ্গে সাইফ আলী খান ও কারিনা কাপুর

বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুরের ঘরে আসছে নতুন অতিথি-এ খবর তাঁদের ভক্ত-শুভাকাঙ্খীরা আগেই জেনেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাসনে বেবি বাম্প ছবিও শেয়ার করেছেন কারিনা। তবে এ নিয়ে বিব্রত অবস্থায় পড়েছেন অভিনেত্রী। অনেকে অভিনন্দন আর শুভকামনা জানালেও কারো কারো নেতিবাচক মন্তব্যও ধেয়ে আসে তাঁর দিকে।

এ অবস্থায় অভিনেত্রীর স্বামী সাইফ আলী খান জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারিতেই আলোর মুখ দেখবে তাঁদের দ্বিতীয় সন্তান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ খবরটি জানিয়েছে বলে প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনার শেয়ার করা বেবি বাম্প ছবি 

সাইফের কথায়, দ্বিতীয় সন্তান আসার খবরটাই যেন এখনও বিশ্বাস করে উঠতে পারেননি তাঁরা। তাই বিগত কয়েকমাসে নিজেদের অনেকটা ‘শান্ত’ রাখতে পেরেছেন দু’জনে। তবে এই শান্ত থাকা নিয়েও মনে ভয় বাসা বেঁধেছে তাঁদের। তবে ছোট্ট ছোট্ট পায়ের সারা বাড়ি ঘুরে বেড়ানোর ছবি ধুয়ে নিয়ে গিয়েছে সব দুশ্চিন্তা ।

এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, তৈমুরের নাম বিতর্কের পর দ্বিতীয় সন্তানের নাম কী হবে, তা নিয়ে ভাবার সাহস পাননি। তাই নামকরণের কাজটি তাঁরা তুলে রেখেছেন শেষ মুহূর্তের জন্য। আপাতত নতুন সন্তানের মুখ দেখার জন্যই গুণছেন সাইফ-করিনা। আগামী ফেব্রুয়ারিতেই যে ছোট্ট তৈমুর পাবে তার খেলার সাথী।

সাইফ আলী খান ও কারিনা কাপুর 

১৯৯১ সালে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলী খান। তাঁর সেই সংসারে জন্ম নেয় দুই সন্তান সারা আলী খান ও ইব্রাহীম খান। ১৩ বছর সংসার করার পর ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ হয় সাইফ-অমৃতার। এরপর ২০১২ সালের ১৬ অক্টোবর কারিনা কাপুরের সঙ্গে গাঁটছাড়া বাঁধেন সাইফ। এই দম্পতির ঘরে রয়েছে এক সন্তান-তৈমুর আলী খান।

আরআইজে