‘স্পেন্সার’ সিনেমার ফার্স্টলুকে প্রিন্সেস ডায়ানা রূপে ক্রিস্টেন স্টুয়ার্ট

সুন্দর আর ফ্যাশনে অদ্বিতীয় এক নাম ছিলেন প্রিন্সেস ডায়ানা। ছিলেন লন্ডনের রাজ পরিবারের পুত্রবধূ। ১৯৯৭ সালের ৩১ আগস্ট মধ্য রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরবর্তীতে তাঁর মৃত্যু নিয়ে তৈরি হয় নানা ধুম্রজাল। মাত্র ৩৬ বছর বয়সে ডায়ানার মৃত্যটি দুর্ঘটনাজনিত ছিল নাকি হত্যা এই রহস্য আজও উন্মোচিত হয়নি! 

সেই প্রিন্সেস ডায়ানার চরিত্রে শুটিং শুরু করেছেন আমেরিকান অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। পাবলো লারাইনের এই সিনেমার নাম ‘স্পেন্সার’। উন্মুক্ত হয়েছে কাঙ্খিত সেই সিনেমার ফার্স্টলুক। এতে ডায়ানা রূপে হাজির হয়েছেন ক্রিস্টেন। 

ক্রিস্টেন স্টুয়ার্ট 

সিনেমাটি নির্মিত হচ্ছে মূলত প্রিন্স চার্লসের সঙ্গে প্রয়াত রাজবধূর বিয়ে বিচ্ছেদের ঘটনা নিয়ে। তৈরি হচ্ছে নব্বই দশকের প্রেক্ষাপটেই।সিনেমায় সব মিলিয়ে তিন দিনের একটু বেশি সময়ের গল্প উঠে আসবে। গল্পের শুরু হবে ইংল্যান্ডের নরফোকে অবস্থিত সান্ড্রিংহামে হাউজ অব উইন্ডসরে। কাহিনীতে দেখা যাবে, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার বিষয়টি বড়দিনের ছুটিতে উপলব্ধি করেন ডায়ানা।

প্রিন্সেস ডায়ানা 

রানি হওয়ার সুবর্ণ সুযোগ, রাজার সংসার, রাজপ্রাসাদ—এতসব বৈভব ছেড়ে দেওয়ার মতো পদক্ষেপ নিয়ে সাড়া ফেলেছিলেন প্রিন্সেস ডায়ানা। কীভাবে তিনি ডিভোর্সের মতো সেই সিদ্ধান্তটি নিয়েছিলেন তা দেখতে অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তি পর্যন্ত। 

সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই ‘স্পেন্সার’ মুক্তি পাবে বলে জানিয়েছে ‘হলিউড রিপোর্টার’। তার আগে জার্মানি এবং যুক্তরাজ্যে শেষ করা হবে সিনেমাটির শুটিং। 

আরআইজে