মণি-ইনসানের কণ্ঠে ‘আমার ময়না টিয়া’
তরুণ সংগীতশিল্পী মণি চৌধুরী এবং আলী ইনসানের কণ্ঠে প্রকাশিত হয়েছে সিলেটের আঞ্চলিক ভাষার গান ‘আমার ময়না টিয়া’। গানটির কথা লিখেছেন মীর কয়ছর ও মণি চৌধুরী। সংগীতায়োজনে রেমো বিপ্লব। গত ২৫ নভেম্বর পাম্মি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ভিডিও আকারে এটি উন্মুক্ত হয়েছে।
ঢাকা, গাজীপুরের পুবাইল, উলুখোলাসহ বিভিন্ন লোকেশনে গানটির ভিডিওর চিত্রায়ন করা হয়েছে। এতে মডেল হয়েছেন দুই শিল্পী মণি চৌধুরী ও আলী ইনসান নিজেরাই। ভিডিও নির্মাণ করেছেন জি স্বাধীন। ভিডিওচিত্রের গল্প লিখেছেন মণি চৌধুরী। চিত্রগ্রহণে কাওছার আহমেদ।
বিজ্ঞাপন
গান-ভিডিওটি নিয়ে মণি চৌধুরী বলেন, ‘এটি সিলেটের আঞ্চলিক ভাষার ফোক গান। তাই আমরা চেষ্টা করেছি পুরানো ঐতিহ্যকে নতুন রূপে দর্শকদের সামনে তুলে ধরতে। গ্রামীণ পরিবেশে পারিবারিক গল্পের আদলে ভিডিওটি করা। ইতিমধ্যেই ভালো সাড়া মিলছে। আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে গান-ভিডিওটি আরও দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে।’
আলী ইনসান বলেন, ‘সিলেটের আঞ্চলিক ভাষার এই গানটি সত্যিই ভিন্ন স্বাদের। গান এবং ভিডিও দুটির মধ্যে গ্রামীণ বৈচিত্রের ছোঁয়া আছে। আমরা চেষ্টা করেছি নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজটি করতে। সবাইকে উপভোগ করার আমন্ত্রণ জানাই।’
বিজ্ঞাপন
আরআইজে