‘বিচার করার আগে দুই পক্ষ থেকে গল্পটি শুনতে হবে’
প্রার্থনা ফারদিন দীঘি, ছবি : ফেসবুক থেকে
শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন প্রার্থনা ফারদিন দীর্ঘি। সেই ছোট্ট বয়সেই পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বড় হয়ে নায়িকা হিসেবে কাজ করার স্বপ্ন থেকেই মাঝে কয়েক বছর মিডিয়া থেকে দূরে ছিলেন।
গত বছর নায়িকা হিসেবেই আবার ফিরে আসেন। এ যাত্রায় শুরুতেই শাপলা মিডিয়াকে কাছে পেয়েছিলেন দীঘি। তারা তাঁকে একসঙ্গে পাঁচ সিনেমায় সুযোগ দিয়েছিল। এসব সিনেমা নির্মাণ করার কথা ছিল শামীম আহমেদ রনী, মালেক আফসারী, কাজী হায়াৎ এবং শাহীন সুমনের। যার মধ্যে একটির শুটিংও শেষ।
বিজ্ঞাপন
তবে হঠাৎ ফিল্মপাড়ায় চাউর শাপলার পাঁচ সিনেমা থেকে বাদ পড়ছেন দীঘি। যে সময় অভিনেত্রী কিনা ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের চিত্রায়ণে অংশ নিতে মুম্বাই অবস্থান করছেন। মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলছে সিনেমারটির কাজ।
সেখান থেকেই এক ফাঁকে শাপলার পাঁচ সিনেমা থেকে বাদ পড়ার বিষয়ে ‘ঢাকা পোস্ট’-এর সঙ্গে কথা বলেন দীঘি, ‘শাপলা মিডিয়ার সঙ্গে আমার চুক্তি হয়েছে একটি সিনেমার। বাকিগুলো মুখে মুখে। বাদ দিতে হলে তো আগে চুক্তি হতে হবে। চুক্তি না হলে বাদ দেবে কীভাবে? আমি তো শুনেছি সিনেমাগুলোই হবে না, তাহলে বাদের কথা কেনো আসছে।’
বিজ্ঞাপন
দীঘি আরও যোগ করেন, ‘কোনো বিষয়ে বিচার করার আগে আপনাকে আগে দুই পক্ষ থেকে গল্পটি শুনতে হবে। না জেনে বা একপক্ষের কথা শুনে কিছু করা ঠিক না।’
দীঘি মুম্বাই গিয়েছিলেন গত ২২ জানুয়ারি। সেখানে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তার শুটিং। তারপর ফিরবেন দেশে। মার্চের শেষে আবার মুম্বাই গিয়ে ‘বন্ধবন্ধু’র বাকি কাজ সম্পন্ন করবেন।
আরআইজে