মুনমুন-নাবিলার অনেক মিল ও একটি ছবির গল্প
মাসুমা রহমান নাবিলা ও রুমানা মালিক মুনমুন; শোবিজে দু’জনের পথচলা একই সময়ে। ২০০৬ সালে বাংলাভিশনে ‘ক্লাসের বাইরে’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে যাত্রা শুরু করেন নাবিলা। একই বছর লাক্স চ্যানেল আই সুপারস্টারে তৃতীয় রানারআপ হয়ে আত্মপ্রকাশ করেন মুনমুন। এরপর দু’জনেই মেধা ও সৌন্দর্যে আলাদা অবস্থান তৈরি করে নেন। নিজেদের প্রথম সারির উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত করেন।
মজার ব্যাপার হলো, নাবিলা ও মুনমুন দু’জনেই দুটি করে সিনেমায় অভিনয় করেছেন। আবার তারা দু’জনই কন্যা সন্তানের মা হয়েছেন। গত বছরের ২৪ মে কানাডায় অবস্থানকালীন মা হন মুনমুন। অন্যদিকে নাবিলার কোল আলো করে সন্তান আসে গত ১ জুলাই।
বিজ্ঞাপন
সন্তান নিয়ে দেশে ফিরেছেন মুনমুন। অংশ নিয়েছেন একটি অনুষ্ঠানেও। জানিয়েছেন তার পথচলা ও মাতৃত্বের গল্প। এছাড়া শোবিজের কাছের মানুষজনের সঙ্গেও নিয়মিত দেখা-সাক্ষাৎ হচ্ছে। তেমনি দীর্ঘ দিনের সতীর্থ নাবিলার সঙ্গেও দেখা হয়েছে। পারিবারিক আবহে তারা আড্ডা দিয়েছেন।
গত ২৭ নভেম্বর নাবিলা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা গেছে, তিনি ও মুনমুন দু’জনেই নিজ নিজ সন্তানকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছেন। দুজনই মেয়েদের পরিয়েছেন একই ডিজাইনের পোশাক।
বিজ্ঞাপন
নাবিলার মেয়ের নাম স্মিহা আর মুনমুনের মেয়ের নাম ঈমান। তাদের এই মিষ্টি ছবি আপলোডের পর মুহূর্তেই ছড়িয়ে যায় চারদিকে। কেবল নাবিলার পোস্টেই ৩৩ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। সেখানে শোবিজের অনেক তারকা তাদের শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন।
এই তালিকায় আছেন রাফিয়াত রশিদ মিথিলা, রুনা খান, নওশীন নাহরিন মৌ, জাকিয়া সুলতানা কর্ণিয়া, ফেরদৌস বাপ্পী, মৌসুমী মৌ প্রমুখ। তাদের পাশাপাশি ভক্তরাও নাবিলা-মুনমুনকে ভালোবাসা জানিয়েছেন। বিভিন্ন গ্রুপ ও পেজেও স্নিগ্ধ ছবিটি শেয়ার হতে দেখা গেছে।
প্রসঙ্গত, দীর্ঘ দিন বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন নাবিলা। তার বরের নাম জোবায়দুল হক রিম। অন্যদিকে মুনমুন বিয়ে করেছেন ২০১৩ সালে। তার স্বামীর নাম তৌফিক হাসান।
কেআই/আরআইজে