বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত বছর করোনা মহামারির কারণে এই আয়োজন বাতিল করা হয়। ফলে চলচ্চিত্র প্রেমীরা তাকিয়ে ছিলেন চলতি বছরের মে মাসের দিকে। কারণ ১১ থেকে ২২ মে পর্যন্ত হওয়ার কথা ছিল এই আয়োজন। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ সেই তারিখ থেকেও সরে এসেছে।

বুধবার (২৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে উৎসবটি পেছানোর ঘোষণা দেয় কান কতৃপক্ষ। তারা জানায়, নতুন ঘোষণা অনুযায়ী এবারের আসর হবে ৬ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত। সারা বিশ্বে করোনার প্রকোপ মাঝে কিছুটা কমলেও শীতে আবার তা প্রকট আকার ধারণ করেছে। সে কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে আয়োজকরা।

জুলাই গ্রীষ্মকালীন মাস। সে সময় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে পারে। সে ভাবনা থেকেই এ  সময় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

সাধারণত প্রতি বছর মে মাসে দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের মূল ভবনটিকে করোনাকালে হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে সেখানে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে বলে জানা গেছে। 

আরআইজে