নিরব হোসেন, ছবি : ফেসবুক থেকে

সিনেমা ক্যারিয়ারে নানা সময় নানান চরিত্রে দেখা গেছে নায়ক নিরবকে। এবার ভাস্কর শিল্পী হিসেবে দেখা যাবে তাঁকে। রফিক সিকদারের নতুন সিনেমা 'বিধাতা'তে এই চরিত্রে অভিনয় করবেন নিরব। সিনেমায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্যও নির্মাণ করবেন।

এ প্রসঙ্গে নিরব বলেন, ‘নির্মাতা রফিক সিকদার যখন আমাকে চরিত্রটির কথা বলেছে তখন থেকে এটি মাথায় ঢুকে আছে। এই চরিত্রের মধ্যে দিয়ে নিজেকে ভেঙে নতুন করে গড়তে চাই। সেভাবেই প্রস্তুনি নিচ্ছি।’

নিরব হোসেন, ছবি : ফেসবুক থেকে 

নির্মাতা রফিক সিকদার বলেন, ‘সিনেমায় দেখা যাবে নায়ক একজন ভাস্কর। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ করেন। তখন রাষ্ট্র ক্ষমতায় মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। কিছু ধর্মান্ধ সেই ভাস্কর্য নির্মাণে বাধা দেয়, ভাস্কর্যটি ভেঙে ফেলতে চায়। কিন্তু ভাস্করের প্রতিরোধের মুখে তারা পিছু হটে। জীবন দিয়ে নিজের তৈরি ভাস্কর্য রক্ষা করে নায়ক।’

উল্লেখ্য, ‘বিধাতা’য় নিরবের বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়িকা আইরিন। শিগগির পাবনায় সিনেমাটির শুটিং শুরু হবে।

আরআইজে