সাগর জাহান, মোশাররফ করিম ও কচি খন্দকার। ছবি: ফেসবুক

ভালোবাসা দিবস বা ঈদ এলেই খোঁজ মেলে পরিচালক সাগর জাহানের। সেই সময় চলেও এসেছে। আগামী মাসে বিশ্ব ভালোবাসা দিবস। সাগর জাহানও বিশেষ এই দিবসের জন্য প্রস্তুতি সেড়েছেন আগেই। 

ভালোবাসা দিবসের উপলক্ষে সাগর জাহান নির্মাণ করেছেন ৩টি একক নাটক। যেগুলোর মধ্যে রয়েছে ‘মেঘ দেখাবো তোমায়’, ‘কম খরচে ভালোবাসা’ ও ‘শেষটা অন্যরকম ছিল’। দেশের বিভিন্ন বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকগুলো। 

‘শেষের খুব কাছে’ নাটকের দৃশ্যে তাহসান ও তানজিন তিশা

‘মেঘ দেখাবো তোমায়’ নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব ও তাসনিয়া ফরিণ। অন্যদিকে ‘কম খরচে ভালোবাসা’ নাটকে দেখা যাবে তাহসান খান ও সারিকাকে। মোশাররফ করিম ও তানজিন তিশা অভিনয় করেছেন ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটিতে। 

এই প্রসঙ্গে ‘ঢাকা পোস্ট’কে সাগর জাহান বলেন, ‘এ বছর ৩টি নাটক নির্মাণ করেছি। জানি না সবগুলো প্রচার করতে পারবো কিনা। তবে চেষ্টা থাকবে। সারাবছর তো আমার কাজ করা হয় না। তাই বিশেষ দিবসের কাজগুলো সময় নিয়ে করতে চাই। এজন্য তাড়াহুড়ো না করে আগে থেকেই নাটকগুলো নির্মাণ করে রেখেছি।’

‘কম খরচে ভালবাসা’ নাটকের দৃশ্যে তাহসান ও সারিকা

শুধু ভালোবাসা দিবসের নাটক নয়, ঈদের দুটি সাত পর্বের ধারাবাহিকের শুটিংও শেষ করেছেন সাগর জাহান। ‘মিলনব্যারাক কল্যাণ সমিতি’ ও ‘তালমিছরি না হাওয়াই মিঠাই-২’ শিরোনামে নাটকগুলোর শুটিং হয়েছে কক্সবাজারে। 

‘মিলনব্যারাক কল্যাণ সমিতি’ নাটকটি রচনা করেছেন কচি খন্দকার। এতে অভিনয়ও করেছেন তিনি। এছাড়াও রয়েছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, তাসনিয়া ফারিণ, কাজী নওশবা, জুঁই প্রমুখ। ‘তালমিছরি না হাওয়াই মিঠাই-২’ রচনা করেছেন জুয়েল এলিন। এতে অভিনয় করেছেন মোশাররফ, জুঁই, প্রাণ রায়, সারিকা সাবা প্রমুখ।

‘নতুন গল্পের প্লট’ নাটকের দৃশ্যে জোভান ও তানজিন তিশা

ধারাবাহিকগুলো ছাড়াও সাগর জাহান একটি একক নাটকের শুটিং করেছেন কক্সবাজারে। ‘নতুন গল্পের প্লট’ শিরোনামে নাটকটিতে অভিনয় করছেন ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা।

একই জায়গায় এতগুলো নাটকের শুটিং প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘গল্পগুলোর প্রয়োজনে মূলত কক্সবাজারে শুটিং করতে হয়েছে। এতে বেশ সুবিধাও পেয়েছি। কারণ এতগুলো নাটক একসঙ্গে নির্মাণের সুযোগ সবসময় পাওয়া যায় না। এতে যেমন অল্প সময়ে কাজগুলো শেষ করতে পেরেছি, তেমনি খরচের দিক থেকে সাশ্রয়ী হয়েছে।’

এমআরএম