বাজারের ব্যাগ হাতে দীপিকা, ভিডিও ভাইরাল
শুটিংয়ের ব্যস্ততায় ঘরে ঠিকমত সময় দেওয়া হয় না তারকাদের। তবে এই উদাহরণ সবার জন্য নয়। অনেকে আবার ব্যস্ততার মধ্যে সংসারের দিকে ঠিকই নজর রাখেন। দীপিকা পাড়ুকোনও তাদের দলে। সময় পেলেই বাসার বাজার পর্যন্ত নিজে করতেই পছন্দ করেন এই বলিউড তারকা
সম্প্রতি দীপিকার বাজার করার এক ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যেখানে তার পরনে রয়েছে কালো হুডি, ডেনিমের প্যান্ট ও মুখে কালো মাস্ক। বাজারের ব্যাগ হাতে মুম্বাইয়ের ‘ফুডহল স্যান্টাক্রুজ’ থেকে বের হচ্ছিলেন। ঠিক তখনই পড়েন পাপারাজ্জিদের কবলে। মুহূর্তেই ছবি ও ভিডিও করতে ব্যস্ত সবাই।
বিজ্ঞাপন
গাড়িতে উঠা পর্যন্ত পাপারাজ্জিদের ক্যামেরা চলছিলই। ভিডিওর শেষে দেখা যায় ‘ফুডহল স্যান্টাক্রুজ’-এর ভেতরে লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ করছেন দীপিকা। এরপরই ব্যাগ হাতে বেরিয়ে আসেন তিনি।
সংসারের দিকে দীপিকার নজর থাকলেও রণবীর সিং ঠিক তার বিপরীত। বাজার করাটা বেশ অপছন্দ তার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সংসার প্রসঙ্গ আসতেই এমনটা জানা দীপিকা।
বিজ্ঞাপন
দীপিকা পাড়ুকোনের বেশ ব্যস্ত সময় কাটছে নতুন বছরে। চলতি সময়ে দুটি সিনেমার রয়েছে তার হাতে। এরমধ্যে রয়েছে শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ ও হৃতিকের বিপরীতে ‘ফাইটার’। সিনেমাগুলোর পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
এমআরএম