অকালে চলে গেলেন নৃত্য পরিচালক সুমন রহমান
সুমন রহমান, ছবি : সংগৃহীত
নৃত্য পরিচালক সুমন রহমান আর নেই। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩১ বছর বয়সী এই তরুণ। তার এমন অকাল প্রয়াতে চলচ্চিত্র, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও মাধ্যমসহ পুরো শোবিজে শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ চয়নিকা চৌধুরীর সিনেমা ‘বিশ্বসুন্দরী’র কোরিওগ্রাফি করেছিলেন সুমন। এছাড়া ‘ঢাকা অ্যাটাক’, ‘নবাব এল এল বি’সহ অসংখ্য সিনেমায় ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। সর্বশেষ কনা ও ইমরানের একটি গানের ভিডিওতে কাজ করেন সুমন।
বিজ্ঞাপন
জানা যায়, শনিবার (৩০ জানুয়ারি) হঠাৎ সুমনের পেট খারাপ হয়। প্রচণ্ড ব্যথাও হয়। শুরুতে স্যালাইন খেয়ে চিকিৎসা করার চেষ্টা করেন তিনি। কিন্তু শরীরের অবস্থার আরো অবনতি হলে মধ্যরাতে বাসা থেকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হয়। কিন্তু পথিমধ্যেই প্রাণ হারান সুমন।
রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সুমনকে দাফন করা হবে বলে জানান সুমনের ঘনিষ্ঠজন সিনেমাটোগ্রাফার খায়ের খন্দকার।
বিজ্ঞাপন
সুমন রহমান ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করতেন দেশের অন্যতম নাচের দল ঈগল ডান্স কোম্পানির সঙ্গে।
ফেসবুকে সুমনের শেষ পোস্ট ছিলো সড়ক দুর্ঘটনায় নিহত স্টেডি ক্যামেরাম্যান অনিমেষ রাহাতকে নিয়ে। রাহাতকে ট্যাগ করে সেদিন সুমন লিখেছেন, ‘ওয়ান টেক গানটা আমরা ওপারেই বানাবো...।’ তার ঠিক ১০ দিনের মাথায় সুমনের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।
চিত্রনায়িকা পূর্ণিমা, নুসরাত ফারিয়া, পরীমনি, অর্চিতা স্পর্শিয়া, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নৃত্যশিল্পী হৃদি শেখ, পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুলসহ অনেকে সুমনের মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করেছেন।
আরআইজে