ভারতীয় ওয়েব সিরিজ মুক্তিতে সতর্ক অ্যামাজন প্রাইম
জাতিগত অনুভূতিতে আঘাত লাগায় ভারতের সিনেমা বা ওয়েব সিরিজকে প্রায়ই বিতর্কের তোপে পড়তে হয়েছে। বছরের শুরুতে এমনই এক বিপত্তিতে পড়েছে অ্যামাজন প্রাইম। ১৫ জানুয়ারি এই স্ট্রিমিং প্লাটফর্মে মুক্তি পায় ‘তাণ্ডব’। ওয়েব সিরিজটি একদিকে যেমন প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে অভিযোগ উঠে রাজনীতি ও প্রশাসনের ভাবমূর্তি নষ্টের।
‘তাণ্ডব’-এর এই ঘটনার পর নতুন সিরিজ মুক্তিতে সতর্ক হচ্ছে অ্যামাজন প্রাইম। ১২ ফেব্রুয়ারি মুক্তির কথা ছিল ‘দ্য ফ্যামিলিম্যান’-এর দ্বিতীয় সিজনের। কিন্তু সম্প্রতি এই ওটিটি প্রতিষ্ঠান ওয়েব সিরিজটির মুক্তি পিছিয়ে দেয়।
বিজ্ঞাপন
এসপিয়নাজ-থ্রিলার ঘরানার এই সিরিজে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। প্রথম সিজনটি বেশ প্রশংসিত হয়েছে। তাই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল দ্বিতীয় সিজনের। কিন্তু সেই অপেক্ষার সময় বাড়ছে আরও।
গত বছর ভারত সরকার থেকে ওটিটি কন্টেন্টকে নজরদারীতে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক চলছে হরহামেশা। কিন্তু এ নিয়ে নির্দেশিকা জারি হলে পরিচালক-চিত্রনাট্যকারদের স্বাধীনতায় বাঁধা পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী বলেন, ‘ওটিটি প্লাটফর্মকে যদি সেন্সরশিপের আওতায় আনা ভালো সিদ্ধান্ত হবে না। পরিচালক ও চিত্রনাট্যকাররা স্বাধীনভাবে কাজ না করতে পারলে ভালো কন্টেন্ট তৈরি হবে না।’
‘তাণ্ডব’ নিয়ে বিতর্ক বেশ বড় আকার ধারণ করেছে। এফআইআর পর্যন্ত দায়ের হয়েছিল। যে কারণে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন পরিচালক আলী আব্বাস জাফর। শুধু তাই নয়, সিরিজ থেকে বিতর্কিত অংশ বাদ দিতে হয়েছে তাকে।
এছাড়া সিরিজের মূল চরিত্র সাইফ আলী খানের বাসার সামনে বিক্ষোভ হয়। এজন্য স্থানীয় প্রশাসন তার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করেছিল।
উল্লেখ্য, ‘তাণ্ডব’-এর আগে ‘মির্জাপুর’ ওয়েব সিরিজ নিয়ে এমনই বিপত্তিকে পড়ে অ্যামাজন প্রাইম। তাই নতুন ওয়েব সিরিজের ক্ষেত্রে এবার সময় নিচ্ছে তারা।
এমআরএম