করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনয়শিল্পী কঙ্কনা সেনশর্মা এবং রণবীর শোরের পুত্র হারুন। ছেলের অসুস্থতার কথা অনুরাগীদের জানিয়েছেন রণবীর।

অভিনেতা জানান, ছেলের সঙ্গে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। মুম্বাই ফিরতে বিমানযাত্রার জন্য কোভিড পরীক্ষা করানো হয় দু’জনের। তখনই হারুনের রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই দ্রুত নিভৃতবাসে চলে যান বাপ-বেটা। কিন্তু বর্তমানে কারও কোন উপসর্গ দেখা যায়নি।

রণবীর আরও জানিয়েছেন, বুধবার আরও একবার হারুনের কোভিড পরীক্ষা করানো হবে। প্রথম পরীক্ষার রিপোর্ট ঠিক এসেছে কি না দেখতেই এই উদ্যোগ।

রণবীর এবং তার দশ বছরের ছেলে ইতিমধ্যেই দু’টি টিকা নিয়েছেন। তবু ছেলের সঙ্গে নিজের আরও একবার করোনা পরীক্ষা করাবেন অভিনেতা।

উল্লেখ্য, কঙ্কনা-রণবীরের ছেলে হারুনের জন্ম ২০১১ সালে। ২০১৫ সালে আলাদা হয়ে যান তারকা-দম্পতি। কিন্তু ছেলেকে বড় করে তুলতে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরআইজে