যাত্রা শুরু করল ‘সামিনা চৌধুরী স্টুডিও’
দেশের নন্দিত সংগীতশিল্পী সামিনা চৌধুরী ফিতা, ক্যাসেট, সিডির যুগ পেরিয়েছেন অনেক আগেই। এবার বর্তমান সময়ের সঙ্গে তাল মেলাতে যুক্ত হলেন অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে। নিজের নতুন, পুরনো জনপ্রিয় সব গান প্রকাশ করতে ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। এটির নাম দিয়েছেন ‘সামিনা চৌধুরী স্টুডিও’।
সম্প্রতি খোলা ইউটিউব চ্যানেলটির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি রোববার (৩১ জানুয়ারি) শিল্পী-মিউজিশিয়ানদের আয়োজিত এক বারবিকিউ পার্টিতে। সে অনুষ্ঠানের মঞ্চ মুখরিত হয় গায়িকার এমন ঘোষণায়। সেখানে উপস্থিত সংগীতশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, পলাশ, লুইপা, কোনাল, ইমরান, বেলাল খান, ঝিলিক, রন্টি দাশ, সাব্বির জামানসহ সবাই সামিনার এই উদ্যোগকে স্বাগত জানান।
বিজ্ঞাপন
সামিনা চৌধুরী বলেন, ‘আমি গানের মানুষ। টেকনোলজির তেমন কিছু ঝঝি না। কিন্তু এটা তো ঠিক বর্তমানে গান প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়ে ইউটিউব। বিভিন্ন সময় ভক্ত-শুভাকাঙ্খীসহ অনেকেই আমাকে ইউটিউব চ্যানেল খোলার কথা বলেছিলেন। কিন্তু সেভাবে বুঝে উঠতে পারিনি। এবার যাত্রা শুরু করলাম।’
গায়িকা আরও বলেন, ‘ইউটিউব চ্যানেল খুলে নতুন অভিজ্ঞতা হচ্ছে। ধীরে ধীরে মানুষ সাবস্ক্রাইব করছে, দেখতে ভালো লাগছে।’
বিজ্ঞাপন
ইউটিউব চ্যানেল খোলার আইডিয়া এবং যারা এ কাজে তাঁকে উৎসাহিত করেছেন তাদের ধন্যবাদ দিয়েছেন সামিনা। পাশাপাশি ভক্তদের আহ্বান জানিয়েছেন তাঁর ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য।
আরআইজে