জিয়া খান নিয়ে এলেন নতুন গান
মূলত সুরকার-সংগীত পরিচালক হিসেবে বেশি পরিচিত জিয়া খান। দীর্ঘ দুই যুগের পেশাদার ক্যারিয়ারে দুই বাংলার অনেক জনপ্রিয় শিল্পীর গান করলেও নিজে খুব কম গানেই কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া সর্বশেষ গান প্রকাশ পায় ২০১৯ সালে।
এবার এ নতুন বছরকে সামনে রেখে নতুন গান নিয়ে এসেছেন জিয়া খান। গানটির শিরোনাম ‘বাড়িয়ে দুহাত’। গত ৩০ ডিসেম্বর মিউজিক্যাল ফিল্ম আকারে এটি উন্মুক্ত করা হয় সুরঞ্জলির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
বিজ্ঞাপন
গানটির কথা লিখেছেন মোস্তফা কামাল লোটন। সুর ও সংগীতায়োজন করেছেন জিয়া খান। ভিডিওটি পরিচালক ছিল ইয়ামিন ও জেসন সোহেল। আর এতে মডেল হন লামিয়া।
এটি প্রসঙ্গে শিল্পী জিয়া খান বলেন, ‘স্যাড রক মুডের এ গানটি অনেক আগে রেডি করেছিলাম। তবে করোনায় গানের বাজার খারাপ থাকায় এতদিন প্রকাশ করিনি। কিছুদিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান সুরঞ্জলি গানটা শুনে আগ্রহী হয়। এরপর ৩ দিনের মধ্যে এটি প্রকাশ করেন।’
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, ‘আমি গাওয়া গান খুব কম। ভাইরালের এ যুগে আমার গানটি হয়তো লাখ লাখ ভিউ হবে না, হিটের লোভে ইচ্ছের বিরুদ্ধে নিজের আত্মার সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইনি। তবে চোখ বন্ধ করে পুরো গানটি শুনলে কানে শান্তি লাগবে এটা আমার বিশ্বাস।’
আরআইজে