বাংলার গায়েনের গ্রান্ড ফিনালে ২ ফেব্রুয়ারি
বাংলার গায়েনের শীর্ষ সাত প্রতিযোগির সঙ্গে উপস্থাপিকা শান্তা জাহান, ছবি : সংগৃহীত
বাংলার মাটির সুরকে সবার মাঝে ছড়িয়ে দিতে করোনাকালে ‘বাংলার গায়েন’ প্রতিযোগিতার আয়োজন করে আরটিভি। গত ১১ জুন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ফেসবুক লাইভে দেশ বরণ্য সংগীতশিল্পী এবং সংগীত পরিচালকদের উপস্থিতিতে এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।
‘বাংলার গায়েন’-এর ওয়েব পোর্টাল, আরটিভি মিউজিকের অফিসিয়াল ফেসবুক পেজ, বাংলার গায়েনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং জিমেইমে গান পাঠিয়ে রেজিস্ট্রেশনের জন্য এতে আবেদন পড়ে প্রায় ২ লাখ। সেখান থেকে বিচারকদের মুখোমুখি হওয়া ১৪৫১ জন থেকে প্রাথমিক বাছাই পর্বের জন্য নির্বাচন করা হয় ৩০০ জনকে। বিভিন্ন ধাপ পেরিয়ে তাদের মধ্যে থেকে সেরা ৭ জন পৌঁছে যায় গ্র্যান্ড ফিনালে। আগামীকাল মঙ্গলবার (২ ফ্রেব্রয়ারি) রাত ৮টায় প্রচার করা প্রতিযোগিতার চূড়ান্ত এই পর্বটি।
বিজ্ঞাপন
এ পর্বে সেরা ৭ প্রতিযোগির সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন তরুণ প্রজন্মের সাত সঙ্গীতশিল্পী-পারভেজ সাজ্জাদ, ঐশী, সন্দীপন, লায়লা, রাজীব, পুলক ও সাব্বির।
এছাড়া প্রতিযোগিতার বিচারক সংগীত পরিচালক শওকত আলী ইমন, ইবরার টিপু ও সংগীতশিল্পী এস আই টুটুলের সঙ্গে থিম সংয়ে কণ্ঠ দেবেন রিয়ালেটি শো থেকে আসার সংগীতশিল্পী সালমা এবং লিজা।
বিজ্ঞাপন
পুরো আয়োজন উপস্থাপনা করবেন শান্তা জাহান। প্রযোজনায় মাসুদুজ্জামান সোহাগ।
আরআইজে