প্রকাশিত হলো ২৩ জন শিল্পীর পরিবেশনায় দেশাত্মবোধক গান 'বাংলাদেশ'। সম্প্রতি বনশ্রীর অটোগ্রাফ মিউজিক ক্যাফেতে গানটির ভিডিও উন্মুক্ত করেন একুশে পদকপ্রাপ্ত সংগীত পরিচালক শেখ সাদী খান এবং মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী লিনু বিল্লাহ।

গানটিতে মূল শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার-শিল্পী শফিক তুহিন, নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনী এবং নজরুল সংগীতশিল্পী ছন্দা চক্রবর্তী।

এছাড়া কোরাস কণ্ঠ দিয়েছেন গৌরী নন্দিতা, অঞ্জনা সরকার মনি, ইশরাত জাহান, মাসুদ রানা, আরিফা নিশাত, গুলশান বহ্নি, লুৎফুন নাহার পাখি, সালমা সুলতানা, তিমির রায়, তাপস ইকবাল, বিপুল কুমার সাহা, মোয়াজ্জেম হোসেন বিপুল, মামনুর সুমন, রিদম ও হাসান প্রমুখ।

সোমা তাহেরা চৌধুরীর কথায় গানটির সুর করেছেন সুর সম্রাট উস্তাদ বাবা আলাউদ্দীন খাঁর উত্তরসুরী অস্ট্রেলিয়া প্রবাসী সরোদ শিল্পী তানিম হায়াত খান রাজিত। সংগীতায়োজনে আকাশ মাহমুদ। আর ভিডিও পরিচালনা করেছেন সাফিকা নাসরীন মিমি। প্রকাশ করেছে স্টার টি ভিশন।

গানটির ভিডিও তৈরিতে সহযোগিতার হাত বাড়ান মঞ্চশিল্পী ও নাট্য নির্দেশক জাহাঙ্গীর চৌধুরী। ভিডিওতে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে তার উপস্থিতি সবার নজর কেড়েছে।

আরআইজে