এনটিভির নতুন ধারাবাহিক ‘হাউজ নং ৯৬’
হাউজ নং ৯৬
এনটিভিতে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৯৬’। সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট্যে নাটকটির গল্প ভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। পর্যায়ক্রমে নাটকটিতে দেশের জনপ্রিয় তারকাদের দেখা যাবে।
ইতোমধ্যে এতে অভিনয় করেছেন-আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শেহরিন, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।
বিজ্ঞাপন
‘৯৬ নম্বর বাসার নিচতলার বাসিন্দা ইনান ওরফে কিটো ভাই। কিটো ভাই আর তার মাকে নিয়ে তাদের সংসার। বাবা দেশের বাইরে থাকেন। কিটো ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ে কিন্তু পড়াশোনা নিয়ে তেমন সিরিয়াস নয়। বরং তার অধিকাংশ সময় কাটে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, গান গেয়ে। ফেসবুকে বেশ ভালোই ফেমাস কিটো ভাই। তার কোন গার্লফ্রেন্ড নেই। তারপরও মানুষকে রিলেশনশিপের ব্যাপারে পরামর্শ দিতে ওস্তাদ কিটো ভাই। ঘটনা মোড় নিতে থাকে আরো নানান দিকে।’
আরআইজে
বিজ্ঞাপন