জানা গেল কারিনার এই ব্যাগের দাম
কিছুদিনের মধ্যেই দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। স্বামী সাইফ আলী খান’সহ তাঁর পুরো পরিবার এখন অপেক্ষায় নতুন সন্তানের মুখ দেখার। তবে এই সময়েও সবখানে সাবলীলভাবে হাজির হচ্ছেন অভিনেত্রী।
ফটোশুট থেকে রেডিও শো, সব জায়গাতেই দেখা যাচ্ছে কারিনাকে। সন্তানকে পেটে নিয়েই ৩১ জানুয়ারি প্রিয় বান্ধবী বলিউড অভিনেত্রী অমৃতা অরোরার জন্মদিনে হাজির হন কারিনা। জন্মদিনের সেই পার্টিতে কারিনাকে দেখেই ঝলসে উঠতে থাকে পাপারাজ্জিদের ক্যামেরা।
বিজ্ঞাপন
৪৩-এ পড়া অমৃতার জন্মদিনে নিজের প্রিয় গার্লস গ্যাঙের পার্টিতে হাজির হন কারিনা। গায়ে ছিল রংবেংয়ের কাফতান। পোশাকের সঙ্গে করিনা যে ক্যাসেট ব্যাগটি পরেছিলেন তা দেখে বিস্মিত হন উপস্থিত অনেকেই!
জানা যায়, অমৃতার জন্মদিনের পার্টিতে কারিনা যে ব্যাগটি নিয়ে সেখানে হাজির হন, তার দাম কমপক্ষে ২ লাখ ৫৬ হাজার ৫৯৪ টাকা। শুধু তাই নয়, পোশাকের দাম ছিল অন্তত ৩০ হাজার টাকা। প্রিয় বান্ধবীর জন্মদিনে প্রায় ৩ লাখের পোশাক এবং ব্যাগ ছিল করিনার সঙ্গে।
বিজ্ঞাপন
কয়েকদিন আগেই সাইফ আলী খান জানান, ফেব্রুয়ারির শুরুতেই ছোট্ট তৈমুর দাদা হতে চলেছে। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েও লাল সিং চাড্ডার থেকে শুরু করে বিজ্ঞাপনের শুট, সবকিছু শেষ করেন কারিনা কাপুর। এমনকী, এখনও পর্যন্ত নিজের রেডিও শোয়ের কাজও করে যাচ্ছেন।
আরআইজে