যেভাবে আইসোলেশনে নিজেকে ভালো রাখছেন শুভশ্রী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার স্বামী রাজ চক্রবর্তীও করোনায় আক্রান্ত। সন্তান ইউভানকে ছেড়ে তারা এখন আইসোলেশনে আছেন। সেখানে কীভাবে নিজেকে হাসিখুশি রাখতে হয়, সেই বার্তাই দিয়েছেন শুভশ্রী।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজ তার সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওতে সাদা কুর্তা-পাজামা পরে ধ্যান করতে দেখা যায় অভিনেত্রীকে। শুক্রবার আরও একটি ভিডিওতে শুভশ্রীকে ছেলে ইউভানের সঙ্গে ভিডিও কলে কথা বলতে শোনা যায়।
বিজ্ঞাপন
মা হওয়ার পর দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন তিনি। প্রথমবারও সন্তানের থেকে দূরে ছিলেন। দ্বিতীয়বারে স্বামীর সঙ্গে একসঙ্গে আক্রান্ত হয়েছেন। কয়েকদিন আগে তার পায়ে চোট লেগেছিল। ইউভান কিন্তু তার মায়ের পাশেই ছিল। ছেলের মুখ দেখে মনের জোর বাড়িয়েছিলেন অভিনেত্রী। এবারও তাই করছেন, ছেলের সঙ্গে ভিডিও কলে তার ভাষাতেই কথা বলে মন শক্ত করছেন অভিনেত্রী। সেই সঙ্গে এ বার্তাও দিচ্ছেন, কীভাবে পজিটিভ হয়ে আরও পজিটিভ থাকা যায়।
এদিকে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পেতে চলেছে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, প্রযোজক রানা সরকারের সঙ্গে নাকি সব ঝামেলার অবসান ঘটেছে। তাই আর অপেক্ষা নয়। শুভ কাজ দ্রুত সেরে ফেলতে চাইছেন প্রযোজক নিজেই। এ প্রসঙ্গে প্রযোজক রানা সরকার বলেন, ‘ধূমকেতু আসবে।’ কিন্তু কবে? রানা জানালেন, এ বছরেই। বললেন, ‘ভায়াকম ১৮-এর জন্য আটকে রয়েছে। তবে সেই সমস্যা দ্রুত মিটিয়ে এ বছরেই আনা হবে ধূমকেতু।’
বিজ্ঞাপন
এসএসএইচ