প্রকাশের অপেক্ষায় শফিক মাহমুদের ৫০ গান
এই সময়ের গায়ক শফিক মাহমুদ। ২০১৭ সালে প্রকাশ পায় তার প্রথম মৌলিক গান ‘এক মন’। এরপর গত পাঁচ বছরের ক্যারিয়ারে এরইমধ্যে তার গাওয়া প্রায় ৭০টি গান প্রকাশিত হয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সুরও করে থাকেন এই শিল্পী।
চলতি বছরও কণ্ঠ-সুরে বেশ কিছু গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন শফিক। তিনি জানিয়েছেন, ৫০টির অধিক গান প্রকাশের অপেক্ষায় রয়েছে তার। যা পর্যায়ক্রমে আসবে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে।
বিজ্ঞাপন
এরমধ্যে কিছু গানের শিরোনাম-‘তুমি কিছু বলো’, ‘আমাকে ডাকে ইশারায়‘, ‘তুই যদি আমার থাকিস’, ‘যদি তুমি আসো’, ‘অল্প প্রেমের গল্প’, ‘আমার নিশ্বাসে আছো তুমি’, ‘শিহরণ’, ‘তোকে ঘিরে’, ‘দেখলে তোমায়’, ‘হাত রেখে হাতে’, ‘তোমারই আকাশে’, ‘অবিশ্বাস’ প্রভৃতি।
শফিক মাহমুদ বলেন, ‘ছোটবেলা থেকেই আমি গান ভালোবাসি। সব সময় স্বপ্ন দেখতাম কবে নিজে গাইতে পারব। আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। এখন গানকে আকড়ে ধরেই বাকি জীবন কাটাতে চাই। কাজ করতে চাই পাশাপাশি বড় বড় গুণী মানুষের সঙ্গে।’
বিজ্ঞাপন
শফিক মাহমুদ নামে পরিচিত হলেও তরুণ এই শিল্পীর আসল নাম শফিকুল ইসলাম। তার গাওয়া গানের মধ্যে শ্রোতারা বেশি পছন্দ করেছেন-‘এক মন’, ‘বান্ধি’, ‘নাইরে ঘর’, ‘বড় লোকের মাইয়া’, ‘জানেমান’, ‘আমার নিশ্বাসে’ প্রভৃতি।
আরআইজে