ব্যান্ড দলছুট, কণা ও ইমরান

বিজয়ের মাসে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের জন্য অনলাইন কনসার্টের আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ ও প্রবাসে বন্ধু’র ফেসবুক গ্রুপ, প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে কনসার্টটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

কনসার্টে গান গাইবেন জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদারের ব্যান্ড দলছুট, কণা ও ইমরান।

ফেসবুক গ্রুপ প্রবাসে বন্ধু ও প্রথম আলোর সহযোগিতায় কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে। মারিয়া নূরের উপস্থাপনায় বিজয় দিবসের আনন্দ প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে বিকাশের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।

কনসার্টটি উপভোগ করার পাশাপাশি  প্রবাসীরা একটি কুইজেও অংশ নেওয়ার সুযোগ পাবেন। কুইজে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে টিভি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন।

বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজের ইভেন্টে www.facebook.com/events/1130776680684862 ও প্রবাসে বন্ধু www.facebook.com/groups/probashebondhu গ্রুপের মাধ্যমে কনসার্টটির বিষয়ে সব তথ্য জানা যাবে।

বর্তমানে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিকাশে টাকা পাঠালে সরকারি ২ শতাংশ প্রণোদনার সঙ্গে আরও এক শতাংশ ক্যাশ বোনাস দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিশ্বের মোট ৯৩টি দেশ থেকে ৪২টি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান হয়ে বাংলাদেশের ৮টি ব্যাংকের মাধ্যমে প্রায় পাঁচ কোটি বিকাশ গ্রাহকের অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠিয়ে এই ক্যাশ বোনাস পেতে পারেন প্রবাসীরা। ১০ হাজার টাকা বা এর বেশি যেকোনো পরিমাণ রেমিট্যান্স পাঠানোর জন্য এই অফারটি প্রযোজ্য হবে। অফারটি চলবে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত।

একজন গ্রাহক অফার চলাকালীন সময়ে মাসে দুবার করে মোট ৪ বার এবং মাসে ১২০০ টাকা করে সর্বোচ্চ ২৪০০ টাকা বোনাস উপভোগ করতে পারবেন।

এসআই/এফআর/এমএইচএস