করোনামুক্ত হয়ে নতুন খবর দিলেন তাশরীফ
নতুন প্রজন্মের কাছে বেশ পরিচিত তরুণ সংগীতশিল্পী তাশরীফ খান। সমসাময়িক নানা বিষয়কে কণ্ঠে ধারণ করেই এতদূর এসেছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের এই গায়ক। পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিয়মিত।
সপ্তাহ দুয়েক আগে করোনায় আক্রান্ত হন এই গীতিকার, সুরকার ও গায়ক। অবশেষে গত সোমবার করোনা নেগেটিভ এসেছে তার। এই সময়টায় বেশ কঠিন সময় পার করতে হয়েছ তাশরীফকে। করোনামুক্ত হয়ে তাই স্বস্তি প্রকাশ করছেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে তাশরীফ বলেন, ‘এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলাম। এরপর ডাবল ডোজ টিকাও নেওয়া হয়েছে। তারপরও আবার আক্রান্ত হলাম। দুইবারই আমি করোনায় আক্রান্ত হয়েছি সপরিবারে। সবশেষ পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় ভালো লাগছে। তবে এখনও সামান্য কাশি আছে।’
এই তরুণ আরও যোগ করেন, শিগগিরই প্রজেক্ট ‘ইচ্ছাপূরণ’ এর পর্ব ৫ নিয়ে আসছেন তিনি। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ করবেন নতুন গান ‘এই জেনারেশন’। বর্তমান জেনারেশনের প্রেম-ভালোবাসার কিছু অসঙ্গতি এবং আগের দিনের সম্পর্কের মাধুর্যগুলো গানটিতে ফুটে উঠবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে তাশরীফের একটি উদ্যোগ নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলে। যেখানে পথশিশু, ভিক্ষুক, রকশাচালক, নিরাপত্তরক্ষী, পথের দোকানি থেকে শুরু করে রাস্তায় চলাচলকারী অসহায় ও স্বল্প আয়ের মানুষকে একটি করে লাল গোলাপ উপহার দেন তিনি। সঙ্গে জুড়ে দেন একটি করে ৫০০ টাকার নোট।
এছাড়া করোনা পজেটিভ হওয়ার ঠিক আগে আগে দীপ্ত নামে নেত্রকোনার একটি ছেলের চোখের অপারেশনের জন্য প্রয়োজনীর ৭ লাখ টাকার পুরোটাই সোশ্যাল মিডিয়ার সাহায্যে তুলে দিয়েছেন তাশরীফ। উদ্যোগটি বেশ প্রশংসা কুড়ায়।
আরআইজে