অনন্ত জলিলের সিনেমা পরিচালনায় তেলেগু নির্মাতা
অনন্ত জলিলের নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। এই প্রযোজনা নিয়ে একের পর এক চমক দিচ্ছেন তিনি। এবার জানানো হলো সিনেমার পরিচালনায় থাকবেন তেলেগু নির্মাতা উপেন্দ্র মাধব। অনন্ত জলিলের প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘নেত্রী দ্য লিডার’। শুরুতে পরিচালক হিসেবে নাম আসে দেশের জনপ্রিয় নির্মাতা ইফতেখার চৌধুরীর। কিন্তু তেলেগু পরিচালকের নাম প্রকাশের পর ধারণা করা হচ্ছে বাদ পড়ছেন তিনি।
বিজ্ঞাপন
ইফতেখার চৌধুরী বিষয়টি খোলাসা করেন ‘ঢাকা পোস্ট’-এর কাছে। তিনি বলেন, ‘যৌথ প্রযোজনার নিয়ম অনুযায়ি দুই দেশের দুজন পরিচালক থাকবে। এই সিনেমার বাংলাদেশের অংশের পরিচালনায় আমার থাকার কথা ছিল। কিন্তু মুক্তি সিনেমার ব্যস্ততার কারণে এটি করা হচ্ছে না। এটি শেষ করেই নতুন আরও একটি সিনেমা শুরু করবো। অনন্ত ভাইয়ের সঙ্গে অন্য এক সিনেমায় কাজ হবে। সেই খবরও সামনে দিব।’
গত সপ্তাহে ‘নেত্রী দ্য লিডার’সিনেমায় চুক্তিবদ্ধ হন দক্ষিণী খল নায়ক কবীর দোহান সিং। এরপর আরও দুজনের নাম প্রকাশ করা হয়। তারা হলেন রবি কিষান ও প্রদীপ রাওয়াত।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সম্প্রতি শেষ হয়েছে অনন্ত জলিলের ‘দ্বিন দ্য ডে’ সিনেমার শুটিং। সেটি শেষ হতেই নতুন চমক দিলেন এই অভিনেতা ও প্রযোজক। দুটি সিনেমা নিয়ে বিস্তারিত জানাতে ৭ ফেব্রুয়ারি (রোববার) লা ম্যারিডিয়ান হোটেলে বিকাল এক সংবাদ সম্মেলন করা হবে।
এমআরএম