‘জিন্দা লাশ’ নিয়ে এলেন কাজী শুভ
কাজী শুভ, ছবি : সংগৃহীত
আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে লোক গানের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ শ্রোতাদের উপহার দিয়েছেন নতুন গান-ভিডিও ‘জিন্দা লাশ’। জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইয়াসিন হোসাইন নিরু। ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়।
ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা । গান এবং গল্পের খাতিরেই বেশ কয়েকটি চরিত্র উপস্থাপন করতে হয়েছে এতে। মডেল হয়েছেন নবাগত রাকিব ও অধরা। চিত্রায়ন করা হয়েছে ঢাকার বাহিরে বিভিন্ন মনোরম লোকেশনে। ক্যামেরায় ছিলেন বিকাশ সাহা, সম্পাদনা ও কালার করেছেন এস এম তুষার ।
বিজ্ঞাপন
কাজী শুভ বলেন, ‘জিন্দা লাশ’ গানটি ফোক ঘরনার। গানের সঙ্গে মিল রেখেই দারুণ গল্পে ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করি শ্রোতাদের পছন্দ হবে।
জিয়াউদ্দিন আলম জানান, ভিডিওর পাশাপাশি গানটি শোনা যাবে রবি, জিপি মিউজিক, স্বাধীন মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
বিজ্ঞাপন
আরআইজে