বলিউডের একসময়ের শীর্ষ জনপ্রিয় নায়ক গোবিন্দ। অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছিলেন। কালজয়ী এই তারকার সঙ্গেই এবার মঞ্চ ভাগাভাগি করছেন বাংলাদেশের সংগীতশিল্পী এফ এ সুমন।

ভারতের নর্থ বেঙ্গলের ফালাকাটা মাতাবেন সুমন ও গোবিন্দ। তাদের সঙ্গে থাকছেন তানিয়া কর (পিউ)। বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টায় তারা পারফরর্ম করবেন বলে জানা গেছে। আয়োজনটি করছে হ্যাপি মোমেন্টস।

করোনার কারণে দীর্ঘদিন স্টেজ থেকে দূরে ছিলেন এফ এ সুমন। সম্প্রতি ফিরেছেন এই মাধ্যমে। ফিরেই দিলেন চমক জাগানিয়া খবরটি। এফ এ সুমন বলেন, ‘শিল্পীদের আয়ের বড় একটি উৎস হচ্ছে স্টেজ শো। তবে করোনার কারণে দীর্ঘদিন স্টেজ শো-গুলো বন্ধ ছিল। ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে আবারও স্টেজ শো শুরু হয়েছে। তবে এবারের শো অন্যরকম ভালোলাগার। কারণ প্রথমবার একসঙ্গে একই মঞ্চে ফারফর্ম করব জনপ্রিয় অভিনেতা গোবিন্দর সঙ্গে।’

গোবিন্দর বহু সিনেমা দেখেছেন এফ এ সুমন। পছন্দের এই তারকাকে প্রথমবারের মতো সামনাসামনি দেখবেন। তাই ভীষণ উচ্ছ্বসিত ‘ভিতর কান্দে’ খ্যাত এই গায়ক।

কেআই