এই সময়ের প্রতিষ্ঠিত সুরকার-সংগীত পরিচালকদের একজন আহ‌ম্মেদ হুমায়ূন। করোনার মহামারির মাঝে ৮ মাস আগে ঢাকা ছেড়ে চলে যান নিজ শহর রাজশাহীতে। এবার রাজশাহী শহ‌রের তেরখা‌দিয়া ডাবতলা এলাকায় তিনি গ‌ড়েছেন নি‌জের গা‌নের স্টু‌ডিও ও প্রডাকশন হাউজ।

গতকাল শ‌নিবার (১৯ ফেব্রুয়া‌রি) রাজশাহীর এই প্রডাকশন হাউজটি আনুষ্ঠা‌নিকভা‌বে যাত্রা শুরু করে। যার নাম বাংলাটিউব এন্টারটেইনমেন্ট। নিজস্ব ভি‌ডিও এডিটিং প‌্যা‌নেলও গ‌ড়ে‌ছেন সেখানে।

প্রতিষ্ঠানটির উদ্বোধন করে‌ছেন শিল্প-সংস্কৃ‌তিক ‌ব‌্যক্তিত্ব সিরাজগঞ্জের সাবেক এম পি  চয়ন ইসলাম। সঙ্গে ছি‌লেন রাজশাহীর বেশকিছু কলাকুশলীরা এবং ‘বাংলাটিউব এন্টারটেইনমেন্ট’-এর সদস্যরা।

চয়ন ইসলাম ব‌লেন, ‘আহ‌ম্মেদ হুমায়ূন আমার প্রিয় একজন সংগীত প‌রিচালক। তার প্রত্যেকটা কা‌জের ম‌ধ্যে আমি নতনত্ব খুঁজে পাই। হুমায়ূন তার নতুন প্রতিষ্ঠা‌নের যাত্রা শুরু কর‌ল। আমার বিশ্বাস অনেক দূর যা‌বে এই প্রতিষ্ঠান। তার সা‌র্বিক সাফল‌্য কামনা কর‌ছি।’

এ প্রসঙ্গে আহ‌ম্মেদ হুমায়ূন ব‌লেন, ‘রাজশাহী বিশাল একটা বিভাগীয় শহর এবং নিজস্ব শিল্প সংস্কৃতির শহর, তাই নিজেদের শিল্প সংস্কৃতি সারা দেশের মানুষ ও সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্যই এমন চিন্তা। সঙ্গে বানিজ্যিক ভাবেও এই শহরের শিল্পটাকে এগিয়ে নেয়ার অনেক ইচ্ছে আমার।’

রাজশাহী জেলার বাগমারা থানার ছেলে হুমায়ূন জানান, এখানে কাজ করবে রাজশাহীর একদল তরুণ। নির্মাণ করা হবে মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এবং পূর্ণ‌দৈর্ঘ‌্য চলচ্চিত্র। থাকছে নিজের ক্যামেরা, লাইট, এডিটিং প্যানেল, অডিও এবং ডাবিং স্টুডিও।

উল্লেখ্য, ঢাকায় ১৮ বছরের ক‌্যা‌রিয়ার হুমায়ূ‌নের। এখন পযর্ন্ত ৮০টি সিনেমার সংগীত পরিচালনা করেছেন তি‌নি। গায়ক হিসেবেও প্লেব‌্যাক করেছেন অনেকগুলো সিনেমায়। তার মধ্যে আছে-‘সুইটহার্ট’ সিনেমার ‘কেন রে তোর মাঝে’, ‘পোড়ামন ২’ সিনেমার `পিরিতে কেন এত ঝাল’, ‘রোমিও ২০১৩’ সিনেমার ‘সাজনা’। ‘আজব প্রেম’ সিনেমার সবগুলো গানই তার গাওয়া।

 এছাড়া তিনি সুরকার-সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন বলিউডের শান, সুনিধি চৌহান, আরমান মালিক, পলক মুচ্ছাল, সালমালি কোল গেড়ে, কল্পনা পাটোয়ারি, আদিতি সিং শর্মা প্রমুখের সঙ্গে।

সর্ব‌শেষ নোবেলের ‘অভিনয়’, ‘অসহায়’, ‘মেহেরবান’ এই তিনটি গানের সুর ও সংগীত করেও প্রশংসা কুড়ান আহ‌ম্মেদ হুমায়ূন।

আরআইজে