মিষ্টি সুরে একুশের আত্মকাহিনি শোনালেন মৌমিতা
কালো পেড়ে সাদা শাড়ি পরা এক তরুণী খালি পায়ে হেঁটে যাচ্ছেন শহীদ মিনারের দিকে। এরপর বেদিতে অর্পণ করলেন এক তোড়া ফুল। তার চাহনিতে গভীর শ্রদ্ধার ছাপ স্পষ্ট। এরই ফাঁকে তিনি মিষ্টি কণ্ঠে বন্দনা করলেন মহান একুশের আত্মকাহিনি। যেন তার কণ্ঠে কথা বলছে স্বয়ং একুশে ফেব্রুয়ারি!
এ তরুণী হলেন মৌমিতা বড়ুয়া। তরুণ প্রজন্মের অত্যন্ত মেধাবী গায়িকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনি উপহার দিয়েছেন নতুন একটি গান। যেটার শিরোনাম ‘আমি একুশ’। রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে নাইন্টি মিনিটস ফিল্ম ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞাপন
‘আমি একুশ, বাঙালির হৃদয়ে রক্তঝরা গোলাপ/ আমি বিশ্বে বিরল ইতিহাস ফাগুনের সংলাপ’- এমন কথায় সাজানো গানটি রচনা করেছেন এস আনিস আহমেদ বাচ্চু। রিটন কুমার ধরের সুরে গানটির সংগীতায়োজন করেছেন জিএম জন।
বিজ্ঞাপন
এ গানের ভিডিওচিত্র নির্মাণ করেছেন জে ডি রায় বর্মণ। চিত্রায়নে ছিলেন অনিক দাস। মডেল হয়েছেন গায়িকা মৌমিতা নিজেই। বিশেষ গানটি নিয়ে গায়িকার ভাষ্য, ‘এই গান একটি গল্প, একটি ইতিহাস, একুশের আত্নকাহিনি। গানটির প্রতিটি লাইন গাইবার সময় আমার লোম দাঁড়িয়ে যাচ্ছিল। আর যেভাবে গানটি চিত্রায়িত হয়েছে, যারা ভিডিওটি দেখা শুরু করবেন, আমার বিশ্বাস শেষ না হওয়া পর্যন্ত চোখ ফেরাতে পারবেন না।’
প্রকাশের পর থেকে ‘আমি একুশ’ গানের জন্য শ্রোতাদের ভালোবাসা পাচ্ছেন মৌমিতা। সেই সঙ্গে সংগীতাঙ্গনের অনেকেই গানটির প্রশংসা করছেন।
কেআই